সোমবার সকাল থেকেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে বেরোন রাজগঞ্জের বিধায়ক (Rajganj MLA)। এদিন তিনি জাবরাভিটা, ঠাকুরনগর এলাকায় যান । তৃণমূল নেতৃত্বের আসার খবর পেয়ে আগে থেকেই রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন কিছু বাসিন্দা। খগেশ্বর রায়কে আসতে দেখেই তাঁরা ক্ষোভপ্রকাশ করেন। এদিন কিছু বাসিন্দা অভিযোগ করেন বহুবছর ধরে তাঁরা সমস্যায় রয়েছে। এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। পানীয় জল আসে না। এছাড়াও বৃষ্টির সময় নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
তৃণমূলের জলপাইগুড়ির চেয়ারম্যান খগেশ্বর রায় (Khageswar Roy) বলেন, কিছু মানুষ সমস্যার কথা জানিয়েছে। লিখিতভাবে বাসিন্দারা অভিযোগ জানালে সমাধান করা হবে। কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকবেই । পানীয় জলের সমস্যার কথা জানিয়েছেন বাসিন্দারা। ২০২৪ সালের আগে রাজ্যে পানীয় জলের সমস্যা মিটে যাবে। প্রত্যেকে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পাবে।
অন্যদিকে, এদিন দার্জিলিং (Darjeeling District) জেলাতেও দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে (Didir Suraksha Kavach) জনসংযোগে নামেন জোড়াফুল সদস্যরা। জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ (Papiya Ghosh), শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ (Arun Ghosh) বিভিন্ন এলাকায় যান। এদিন সভাধিপতি অরুণ ঘোষ চম্পাসারি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় যান। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পাওয়ার ব্যাপারে অভিযোগ করেন বাসিন্দারা। এছাড়া বেহাল রাস্তা, পাট্টা না পাওয়া নিয়েও অভিযোগ জানান।
প্রসঙ্গত, রবিবার ফুলবাড়ি এক এলাকায় দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে (Didir Suraksha Kavach) গিয়ে জলপাইগুড়ির (Jalpaiguri) জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ তিনিও বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন। পোড়াঝাড় এলাকায় গেলে তাঁকে দেখা মাত্রই কিছু বাসিন্দা এলাকায় পানীয় জল না আসা, নিকাশি ব্যবস্থার সমস্যা, একাধিক পরিষেবা ঠিক না থাকা নিয়ে ক্ষোভ উগরে দেন।