এদিন সকালে উদ্ধারের জন্য পুলিশ, এনডিআরএফ (NDRF) ও ইন্ডিয়ান কোস্ট গার্ড (Indian Coast Guard) ঘটনাস্থলে পৌঁছেছে। চড়ার উপর ভেসেল আটকে থাকায় যাত্রীদের কাছে পৌঁছতে সমস্যা হচ্ছিল প্রশাসনের আধিকারিকদের। কিছুক্ষন আগেই প্রশাসন যাত্রীদের জন্য শুকনো খাবার নিয়ে গিয়েছে।
বিশেষ সূত্রের খবর, উদ্ধারের জন্য অতিরিক্ত দুটি ভেসেল পাঠানো হয়েছে। সুত্র মারফত জানা গিয়েছে, গঙ্গাসাগর (Gangasagar Mela 2023) ফেরত যাত্রীদের নিয়ে কাকদ্বীপের (Kakdwip) ৮ নম্বর লটে আসছিল তিনটি ভেসেল। রাত দশটা নাগাদ রওনা দেয় ভেসেলগুলি। কিন্তু ঘন কুয়াশার কারণে সেগুলি মুড়িগঙ্গা নদীতে পথ হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ঘোড়ামারা দ্বীপের কাছে একটি চড়ায় আটকে পড়ে জলযানগুলি। গভীর রাতে ভেসেল তিনটির সন্ধান পাওয়া যায়। একটি ভেসেল ৮ নম্বর লটে ফিরতে পারলেও বাকি দু’টি আটকেই থাকে। ভাটা থাকায় ভেসেলগুলি আর জলে ভাসতে পারেনি। এ দিন সকাল থেকেও ঘন কুয়াশার কারণে গঙ্গাসাগরে বাস এবং ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। ফলে গঙ্গাসাগর ফেরত লাখ লাখ পুন্যার্থী আটকে থাকেন। বেলা বাড়লে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, ঘন কুয়াশার জেরেই গত শনিবার সকালে দীর্ঘ ৮ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থাকে ভেসেল পরিষেবা। ফলে সংক্রান্তির শাহি পুণ্য স্নানের আগে যে সকল পুণ্যার্থীরা গঙ্গাসাগরে পৌঁছবেন ভেবেছিলেন তাঁদের অনেকেই অনেকক্ষণ জেঠি-ঘাটে নদী পারাপার হওয়ার জন্য অপেক্ষায় থাকেন। কুয়াশার জন্যই শুক্রবার রাত ৯ টার পর থেকে কাকদ্বীপের লট ৮ থেকে ভেসেল পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয় জেলা প্রশাসন। শনিবার সকালেও লট নম্বর-৮ ও কচুবেড়িয়ার মধ্যে ভেসেল পরিষেবা বন্ধ থাকে।