Gangasagar Mela 2023 : মেলা থেকে ফেরার পথে বিপত্তি, চরায় সারা রাত আটকে থাকল ২টি ভেসেল – two vessels coming from gangasagar mela with pilgrims stuck in mid river


West Bengal News : মোটের ওপর ত্রুটিহীন ছিল এবারের গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023)। মেলায় আগত লাখ লাখ পুন্যার্থী থেকে শুরু করে স্থানীয় প্রশাসন বা স্থানীয় মানুষ, কারোর দিক থেকেই মেলেনি কোনও অভিযোগ। কিন্তু বাধ সাধল রবিবার রাতে। রবিবার রাতে কচুবেরিয়া থেকে কাকদ্বীপের (Kakdwip) লট ৮ ও লট ৮ থেকে কচুবেরিয়া পর্যন্ত উভয় দিকে তীর্থযাত্রীদের নিয়ে পারাপারের সময় দুটি ভেসেল (Vessel) ঘন কুয়াশার কারণে ঘোড়ামারা দ্বীপের কাছে চড়ায় আটকে যায়। এর ফলে গত রাত থেকেই যাত্রীরা না খেয়ে ছিলেন। অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন বলেও জানা যায়। প্রশাসন সূত্রে খবর, দুটি ভেসেলে (Vessel) প্রায় এক হাজার তীর্থযাত্রী আছেন।

Gangasarga Mela 2023 : পুণ্যস্নানের আগে বিপাকে গঙ্গাসাগরমুখী পুণ্যার্থীরা, বাস-ভেসেল পরিষেবা বন্ধে চরম হয়রানি
এদিন সকালে উদ্ধারের জন্য পুলিশ, এনডিআরএফ (NDRF) ও ইন্ডিয়ান কোস্ট গার্ড (Indian Coast Guard) ঘটনাস্থলে পৌঁছেছে। চড়ার উপর ভেসেল আটকে থাকায় যাত্রীদের কাছে পৌঁছতে সমস্যা হচ্ছিল প্রশাসনের আধিকারিকদের। কিছুক্ষন আগেই প্রশাসন যাত্রীদের জন্য শুকনো খাবার নিয়ে গিয়েছে।

Gangasagar Mela 2023 : ঘন কুয়াশায় বন্ধ গঙ্গাসাগরের ফেরি সার্ভিস, পুলিশের সঙ্গে বচসা পুণ্যার্থীদের
বিশেষ সূত্রের খবর, উদ্ধারের জন্য অতিরিক্ত দুটি ভেসেল পাঠানো হয়েছে। সুত্র মারফত জানা গিয়েছে, গঙ্গাসাগর (Gangasagar Mela 2023) ফেরত যাত্রীদের নিয়ে কাকদ্বীপের (Kakdwip) ৮ নম্বর লটে আসছিল তিনটি ভেসেল। রাত দশটা নাগাদ রওনা দেয় ভেসেলগুলি। কিন্তু ঘন কুয়াশার কারণে সেগুলি মুড়িগঙ্গা নদীতে পথ হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ঘোড়ামারা দ্বীপের কাছে একটি চড়ায় আটকে পড়ে জলযানগুলি। গভীর রাতে ভেসেল তিনটির সন্ধান পাওয়া যায়। একটি ভেসেল ৮ নম্বর লটে ফিরতে পারলেও বাকি দু’টি আটকেই থাকে। ভাটা থাকায় ভেসেলগুলি আর জলে ভাসতে পারেনি। এ দিন সকাল থেকেও ঘন কুয়াশার কারণে গঙ্গাসাগরে বাস এবং ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। ফলে গঙ্গাসাগর ফেরত লাখ লাখ পুন্যার্থী আটকে থাকেন। বেলা বাড়লে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Gangasagar Mela 2023 : পুণ্যস্নানের মিলনতীর্থ গঙ্গাসাগর, সংক্রান্তির আগেই রেকর্ড পুণ্যার্থীর ভিড়
উল্লেখ্য, ঘন কুয়াশার জেরেই গত শনিবার সকালে দীর্ঘ ৮ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থাকে ভেসেল পরিষেবা। ফলে সংক্রান্তির শাহি পুণ্য স্নানের আগে যে সকল পুণ্যার্থীরা গঙ্গাসাগরে পৌঁছবেন ভেবেছিলেন তাঁদের অনেকেই অনেকক্ষণ জেঠি-ঘাটে নদী পারাপার হওয়ার জন্য অপেক্ষায় থাকেন। কুয়াশার জন্যই শুক্রবার রাত ৯ টার পর থেকে কাকদ্বীপের লট ৮ থেকে ভেসেল পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয় জেলা প্রশাসন। শনিবার সকালেও লট নম্বর-৮ ও কচুবেড়িয়ার মধ্যে ভেসেল পরিষেবা বন্ধ থাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *