Gangasagar Mela 2023 : লক্ষ্য ‘নিট অ্যান্ড ক্লিন’ গঙ্গাসাগর! ঝাঁটা হাতে সাফাই অভিযানে নামলেন রাজ্যের মন্ত্রীরা – west bengal government ministers started gangasagar clean movement after mela ending


West Bengal News : শেষ হতে চলেছে ২০২৩ সালের গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023)। রাজ্য সরকারের (West Bengal Government) হিসেব অনুযায়ী প্রায় ৬০ লাখ পুন্যার্থীর আগমন ঘটেছিল এবারের মেলায়। এত মানুষের মিলন মেলায় গোটা এলাকা জুড়ে কিছুটা নোংরা আবর্জনা ছড়ায় বৈকি। আর তাই এদিন সকাল থেকেই গঙ্গাসাগরের (Gangasagar) সমুদ্র তটে ঝাঁটা হাতে সাফাই অভিযানে দেখা গেল রাজ্যের বেশ কিছু মন্ত্রীকে। গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023) শেষে গঙ্গাসাগরকে পরিষ্কার পরিচ্ছন্ন বা নিট অ্যান্ড ক্লিন করতে ঝাঁটা হাতে নামলেন একাধিক মন্ত্রী।

Gangasagar Mela 2023 : ঘন কুয়াশায় বন্ধ গঙ্গাসাগরের ফেরি সার্ভিস, পুলিশের সঙ্গে বচসা পুণ্যার্থীদের
সোমবার দিন গঙ্গাসাগরে এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee), অরূপ বিশ্বাস (Arup Biswas), সুজিত বসু (Sujit Basu), সুন্দরবন উন্নয়ন মন্ত্রীরা। উল্লেখ্য, অরুপ বিশ্বাস (Arup Biswas), সুজিত বসু (Sujit Basu), শোভনদেবরা (Sovandeb Chatterjee) আগে থেকেই গঙ্গাসাগর মেলার তদারকির দায়িত্বে ছিলেন।

এদিন গঙ্গাসাগরে (Gangasagar) ‘নিট অ্যান্ড ক্লিন’ অভিযানে অংশ নিয়ে বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “গঙ্গাসাগরের মতন একটি বিশাল ঐতিহ্যশালী মেলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানান মানুষ আসেন। এত মানুষ একসঙ্গে আসায় গত কয়েকদিনে জায়গাটি কিছুটা হলেও নোংরা হয়েছে। তাই আমাদের তরফ থেকে এই সাফাই অভিযান। তারসঙ্গে মানুষকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিয়ে সচেতন করার একটি প্রয়াস মাত্র।” এই বিষয়ে সুজত বসু জানান, “আমি গত কয়েকদিন ধরেই এই মেলার মাঝে রয়েছি। এই মেলায় অংশগ্রহন করার সৌভাগ্য হয়েছে, এত বড় মেলার সঙ্গে একাত্ম বোধ করলাম। তাই মেলা শেষে জায়গাটি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্বর মধ্যেই পড়ে।”

Gangasagar Mela 2023 : ঘরে বসেই দেখুন গঙ্গাসাগরের মঙ্গলারতি, জানুন পদ্ধতি
গঙ্গাসাগর মেলা মানেই প্রচুর মানুষের মিলনক্ষেত্র। তবে এতে জনস্বাস্থ্য দফতরের ভূমিকা যথেষ্ট ছিল। এক্ষেত্রে গত ১০ জানুয়ারি থেকে মেলা আয়োজনের খুঁটিনাটির উপর নজর রাখছেন রাজ্যের বিভিন্ন দফতরের মন্ত্রীরা। কার্যত নাওয়া খাওয়ার সময় নেই। সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরাও ছিলেন গঙ্গাসাগরে। মেলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল একঝাঁক মন্ত্রীকে। মেলা পরিচালনার জন্য একেবারে সাগরদ্বীপে দিনরাত নজর রেখেছেন মন্ত্রীরা। লক্ষ্য ছিল একটাই, একেবারে ত্রুটিহীন করা হবে মেলাকে। সেই কাজে অনেকটাই সফল রাজ্য।

Gangasagar Mela 2023 : মকর সংক্রান্তিতে ৪০ লাখ পুণ্যার্থীর ভিড়ে মুখরিত গঙ্গাসাগর
সেজন্য প্রতি মন্ত্রীকে আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছিল। অনেকবার তাঁরা সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সমস্ত ব্যবস্থার প্রতি তীক্ষ্ণ নজর ছিল মন্ত্রীদের। আর তাই মেলা শেষের মুখে এটিকে নিজের মনে করে ঝাঁটা হাতে তুলে নিয়ে সাফাই অভিযানে নামতেও পিছপা হলেন না রাজ্যের মন্ত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *