Justice Rajasekhar Mantha: বিচারপতির বাড়ির সামনে আপত্তিকর পোস্টার, জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের – pil filed on indecent poster seen outside justice rajasekhar matha house


Calcutta High Court: বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) বাড়ির কাছে আপত্তিকর পোস্টার লাগানোর ঘটনায় এবার জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। এদিন মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচাপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারীর আবেদন, সম্পূর্ণ ঘটনার বিচারবিভাগীয় তদন্ত হোক। অথবা, যে কোন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হোক তদন্তভার। অর্থাৎ মামলার তদন্ত ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার আর্জিও শোনা যাচ্ছে।

Justice Rajasekhar Mantha : বিচারপতি মান্থার এজলাস বয়কটের জের, শহরে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল
সপ্তাহখানেক ধরেই একাধিক নজিরবিহীন ঘটনার সাক্ষী কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গত ৯ ডিসেম্বর সকালে বিচারপতি রাজশেখর মান্থার যোধপুর পার্কের (Kolkata Jodhpur Park) বাড়ির আশপাশে বেশ কিছু পোস্টার দেখতে পাওয়া যায়। তাঁর এজলাসের বাইরেও ছিল এই একই পোস্টার। সেই পোস্টারে ছিল বিচারপতি মান্থাকে নিয়ে আপত্তিকর কথা। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার (Justice Rajasekhar Mantha Photo ছবি ও তার উপর লজ্জা লিখে দাগিয়ে দেওয়া হয়েছিল। পোস্টারে অমিত শাহ (Amit Shah) ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছবি দিয়েও বেশ কিছু অপমানজনক মন্তব্য লেখা ছিল। সেই পোস্টার কে বা কারা লাগাল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পোস্টারে আপত্তিকর মন্তব্য নিয়ে বিচারপতি মান্থা বলেন, বিচার ব্যবস্থা সন্তস্ত্র করার চেষ্টা চলছে। তিনি বলেন, পোস্টারে ভিত্তিহীন কথা লিখে এবং জনমানসে আদালতের এক্তিয়ারকে হেয় করার উদ্দেশ্যেই কালি ছেটানোর চেষ্টায় ওই পোস্টার বলে অভিযোগ বিচারপতি মান্থার। সেই ঘটনায় এবার আদালতে দায়ের জনস্বার্থ মামলা।

Calcutta High Court : হাইকোর্টে অচলাবস্থা অব্যাহত, বিচারপতি মান্থার এজলাসে একাধিক মামলার শুনানি থমকে

অন্যদিকে, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা এজলাস বয়কটের (Justice Rajasekhar Mantha Boycott) ঘটনা খতিয়ে কলকাতায় এসেছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন সদস্যের এক প্রতিনিধি দল। বিষয়টি নিয়ে মারাত্মক ক্ষুদ্ধ বার কাউন্সিল অফ ইন্ডিয়া (Bar Council Of India)। বার কাউন্সিলের প্রতিনিধিরা এজলাসে ঢুকতে বাধা পাওয়া আইনজীবীদের বয়ান এদিন রেকর্ড করে। একই সঙ্গে তারা প্রধান বিচারপতির সঙ্গেও কথা বলবেন। সমস্ত বিষয়টি পর্যালোচনা করে তিন সদস্যের এই কমিটি রিপোর্ট জমা দেবে। উল্লেখ্য, বিচারপতি মান্নার এজলাস বয়কটের কারণে বাধাপ্রাপ্ত হয় অসংখ্য মামলার শুনানি। এজলাস বয়কট নিয়ে বিচারপতির রুল জারির প্রতিবাদে এদিন আইনজীবীদের একাংশ কালা দিবস পালন করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *