Lalan Sheikh’s death: CBI হেফাজতেই অস্বাভাবিক মৃত্যু, লালন শেখের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড ৪ কর্তা – four cbi officer is suspended in lalan sheikh death case


অস্থায়ী CBI ক্যাম্পে বগটুইকাণ্ডে (Bagtui Case) অন্যতম অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এবার এই ঘটনায় চার CBI কর্তাকে সাসপেন্ড করা হল। কীভাবে তাঁদের উপস্থিতিতে একজনের মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তদন্তকারী আধিকারিকরা। বগটুইকাণ্ডের তদন্তে চারজনকে সাসপেন্ড করার পাশাপাশি নতুন করে চারজনকে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, বগটুই এবং ভাদু শেখ হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল লালন শেখের নাম। তাকে গ্রেফতার করার পর গত বছর ১২ ডিসেম্বর রামপুরহাটের অস্থায়ী CBI ক্যাম্পে লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরেই লালন শেখের পরিবারের তরফে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। লালন শেখের স্ত্রী রেশমা বিবি দাবি করেছিলেন, “CBI তাঁর স্বামীকে খুন করেছে।” বগটুইকাণ্ডে বারেবারে উঠে এসেছিল লালন শেখের নাম। কিন্তু, প্রায় নয় মাস পলাতক ছিল সে। অবশেষে গত বছর ৪ ডিসেম্বর ঝাড়খণ্ডের পাকুড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে আদালতে তোলা হলে ছয় দিনের CBI হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, CBI হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়।

Bagtui Murder Case : লালন শেখের মৃত্যু তদন্তে নয়া মোড়, মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি মান্থা
এরপর একের পর এক অভিযোগ এনেছিলেন লালন শেখের স্ত্রী। তিনি দাবি করেছিলেন, “CBI-এর আধিকারিকরা সব সেটল করে দেওয়ার জন্য ৫০ লাখ টাকা চেয়েছিল। আমার বাড়ি থেকে হার্ড ডিস্ক চাইছিল। কিন্তু, আমি ওদের বলেছিলেন আমার বাড়িতে চুরি হয়েছে। ৫০ লাখ টাকা চাওয়া হলেও আমি বলেছিলাম আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। এরপর আমাকে হুমকি দেন CBI অফিসাররা।” এই যাবতীয় দাবি অস্বীকার করেছিল CBI। লালনের ময়নাতদন্তের রিপোর্টে গলায় ফাঁস লেগেই মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। এছাড়াও তার দেহে কয়েকটি ‘সুপারফিসিয়াল মার্ক’-এর উল্লেখ ছিল। এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের তরফেও পদক্ষেপ করা হয়েছিল। তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি পরিদর্শন করে। খতিয়ে দেখা হয় সমস্ত দিক।

Lalan Sheikh Bogtui : ‘রফা করতে ৫০ লাখ চেয়েছিল CBI’, বিস্ফোরক দাবি লালনের স্ত্রীর
জানা গিয়েছে, CBI কাস্টডিতে যদি কারও মৃত্যু হয় সেক্ষেত্রে সেই সময় দায়িত্বে থাকা প্রত্যেককে সাসপেন্ড করে তদন্ত করা হয়। উল্লেখ্য, লালন শেখের স্ত্রী রেশমা বিবি সাতজন CBI অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন এবং আইনি পদক্ষেপ করেছিলেন। তাঁর অভিযোগের উপর ভিত্তি করে এবং আদালতের নির্দেশ মোতাবেক এই মামলাটির তদন্ত চালাচ্ছে CID।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *