Mamata Banerjee : ‘…আমি কী চিজ জানেন তো!’ কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে তোপ মমতার – bengal cm mamata banerjee slams bjp and central government on several issues


West Bengal Local News: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাঁর আগে তার আগেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসকির জনসভা থেক রণং দেহী মেজাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। একাধিক ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশান করার পাশাপাশি আর্থিক বঞ্চনা নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। এর পাশাপাসি ১০০ দিনের কাজে বরাদ্দ বকেয়ার উপর বাড়তি জোর দেন মুখ্যমন্ত্রী। তাঁর মুখ রাম-বাম জোট প্রসঙ্গও শোনা গিয়েছে। তিনি বলেন, ‘১০০ দিনের কাজ করে যাঁরা, তাঁরা গরিব মানুষ। কাজ করেও কেন তাঁরা টাকা পাবে না! বিজেপি-সিপিএমকে জবাব দিতে হবে। রাম-বাম-শ্যাম সব এক হয়েছে। আমাকে ভাতে মারতে গিয়ে বাংলার মা বোন, কৃষক-শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। আজকে ক্ষমতার দম্ভে এই সব করা হচ্ছে। ক্ষমতা আজ আছে, কাল নেই। ক্ষমতায় থাকলে তুমি হিরো, না থাকলে জিরো।’
Mamata Banerjee : ‘জাকির সেফ… প্রাণে মারার চেষ্টা হয়েছিল’, IT অভিযানের পর তৃণমূল বিধায়কের পাশেই মমতা
বাংলার সঙ্গে অর্থ নিয়ে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে এই অভিযোগ তুলে মমতা জানিয়েছেন, ‘বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে।’ হুকার ছেড়ে মমতা জানিয়েছেন, এত সহজে তাঁকে জব্দ করা যাবে না। তিনি বলেন, ‘আমাকে এতো সহজে জব্দ করা যাবে না। আপনি আমাদের ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছেন, গরিব মানুষকে সমস্যায় ফেলেছেন… জানেন তো আমি কীরকম চিজ়? চিজ় মানে কিন্তু মাখন না। আমি কীরকম মানুষ আপনারা জানেন। আমাকে কেউ রান্না করে দিতে বললে আমি হাসি মুখে করে দেব। কিন্তু কেউ যদি আমাকে ভাতে মারতে গিয়ে ভাবেন বাংলার মানুষকে ভাতে মারব, তাহলে জেনে রাখবেন আমাদের ভাত মারার ক্ষমতা তোমাদের নেই। সারা পৃথিবী এক হয়ে গেলেও ভাতে মারতে পারবে না।’

Gulshan Mallick : ‘আমি ক্ষমতায় না এলে মমতাও নবান্নে বসবেন না’, বেফাঁস তৃণমূল বিধায়ক
রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই কেন্দ্রীয় দল ঘুরে গিয়েছে। মিড মে মিল নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনার করার জন্যও কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্যে আসার কথা। এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আমাদের টাকা দিয়ে ১০০ দিনের কাজ করাচ্ছি। আগের পাওনা টাকাটা কেন্দ্রের, সেটা নিয়ে রোজ ঝগড়া করছি। প্রতিদিন কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে, যেন ভারতবর্ষে আর কোথাও ঘুরতে যাওয়ার দরকার নেই। দিল্লিতে একটি মেয়েকে গাড়ি হিঁচড়ে নিয়ে গিয়ে মেরে ফেলছে, সেখানে কেন্দ্রীয় দল যায় না। গুজরাট, অসমেও কেন্দ্রীয় দল যায় না। উত্তর প্রদেশে অত্যাচার হলে কিছু না, আর এখানে বিজেপিকে উঁইপোকাতে কামড়ালেও কেন্দ্রীয় দল আসে। চকলেট বোমা ফাটলেও এনআইএ আসে। বদলা আমি নেব না, কিন্তু বদল আমি করবই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *