এদিন লাল পাড় সাদা শাড়ি, চোখে সানগ্লাস আর কপালে এক খানা বড় টিপ পরে আদালতে আসেন সৌমিত্রর স্ত্রী সুজাতা মণ্ডল। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা ভারতীয় বিচার ব্যবস্থা ও আদালতকে সম্মান করি। আদালতের তরফে ডেকে পাঠানো হয়েছিল, তাই এখানে আসা। দু’পক্ষের আইনজীবিদের উপস্থিতিতেই বিচারক কথা বলেছেন।” একই সঙ্গে ডিভোর্স নিয়ে তাঁর কি কোন ‘ডিমাণ্ড’ আছে? এই প্রশ্নের উত্তরে সুজাতা বলেন, “আই হ্যাভ নো ডিমাণ্ড।”
তবে সৌমিত্র খাঁ-এর বিষয়ে কোনও কথা বলতে রাজী নন বলে জানান সুজাতা। মিউচ্যুয়্যাল ডিভোর্স (Mutual Divorce) নিয়েই মামলা চলছে বলে আদালত চত্বরে জানান তিনি। সুজাতা আদালত চত্বরে মামলা মোকদ্দমা নিয়ে কথা বললেও সাংসদ সৌমিত্র খাঁ এদিন কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি। তবে তাঁর তাঁর আইনজীবি সোমনাথ রায়চৌধুরী বলেন, “আদালতে ডিভোর্সের মামলা তাড়াতাড়ি শেষ করার আবেদন জানানো হয়েছিল। বিচারক দু’পক্ষের বক্তব্য শুনেছেন। আগামী ‘এক মাসের মধ্যে এই মামলার নিস্পত্তি’ হতে পারে বলে আশাপ্রকাশ করছি।”
বাঁকুড়ার বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁ ২০১৬ সালের ১লা জুলাই সুজাতা মণ্ডলকে বিয়ে করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে BJP প্রার্থী সৌমিত্রকে জেতানোর মূল কারিগর ছিলেন তাঁর স্ত্রী সুজাতা। পরে ২০২০-র ডিসেম্বরে তৃণমূলে (Trinamool Congress) যোগ দেন সুজাতা। ওইদিনই সংবাদমাধ্যমে সুজাতার সাথে সম্পর্ক ত্যাগ করার কথা জানান সৌমিত্র। এরপর আদালতের দ্বারস্থ হয়ে সৌমিত্র স্ত্রীর সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্ক ছেদের জন্য ডিভোর্স মামলা দায়ের করেন। সেই মামলারই অঙ্গ হিসাবে আজ মিউচুয়াল ডিভোর্সের শুনানি হল।