Uttar 24 Pargana : দত্তপুকুর চড়কাণ্ডে ‘আক্রান্ত’-র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, পুলিশের ভূমিকায় প্রশ্ন! – complaint lodge against duttapukur bjp leader sagar biswas who was attacked by trinamool congress worker


West Bengal Local News: শনিবার দত্তপুকুরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই এক BJP নেতারে চড় মেরেছিলেন তৃণমূলকর্মী। ‘দিদির সুরক্ষা কবচ’ চলাকালীন তৃণমূলকর্মীর এই আচরণে গোটা রাজ্যজুড়ে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছিল। আক্রান্ত বিজেপি মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসের কাছে মন্ত্রী রথীন ঘোষ ক্ষমা চাইলেও, অভিযুক্ত তৃণমূলকর্মীর (Trinamool Congress Leader) বিরুদ্ধে সেদিনই দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তৃণমূলকর্মী শিবম রায়ের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হলেও তাঁকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এবার সেই আক্রান্ত বিজেপি নেতার বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের হল। দত্তপুকুর থানায় আক্রান্ত বিজেপি নেতা সাগর বিশ্বাসের বিরুদ্ধে ‘দিদির দূত’ (Didir Dut) কর্মসূচি বানচালের অভিযোগ দায়ের করছেন এক তৃণমূলকর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতা সাগর বিশ্বাসের বিরুদ্ধে শনিবার দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তৃণমূলকর্মী। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে দত্তপুকুর থানার পুলিশ।

Uttar 24 Pargana News : চড়কাণ্ডে পলাতক অভিযুক্ত ‘দিদির দূত’, তৃণমূলের সংস্রব নিয়ে অন্ধকারে মা
এই প্রসঙ্গে বারাসত পুলিশের (Barasat District Police) সুপার রাজ নারায়ণ মুখোপাধ্যায়কে এই সময় ডিজিটালের তরফে ফোন করা হয়েছিল। তিনি বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।’ আক্রান্ত বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘এটাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সুরক্ষা কবচ। ক্যামেরা ও সংবাদমাধ্যমের সামনে গোটা ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে যাওয়ার কারণে গোটা রাজ্যজুড়ে চর্চা চলছে। কোনও পরিবারের সন্তাকে খুন করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পাকে। এটাই তৃণমূলের দূত যাত্রা।’

Didir Doot : মন্ত্রীর কাছে অভিযোগ জানানোর আগেই তৃণমূল কর্মীর হাতে থাপ্পড়, কে এই সাগর বিশ্বাস?
অন্যদিকে এই প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘যে তৃণমূলকর্মী প্ররোচনায় পা দিয়ে এই কাজ করেছেন, তিনি অন্যায় করেছেন। এই চড় মারার কাজকে দলকে সমর্থন করে না। যেখানে একটি দলের ঘোষিত কর্মসূচি চলছে, সেখানে অন্য কোনও দলের নেতা যদি ঢুকে অসভ্যতা করেন, সেটাও ঠিক নয়। কোন তৃণমূলকর্মী যদি অভিযোগ করে থাকে, সেটা তো স্বাভাবিক ব্যাপার।’

Didir Suraksha Kavach : মন্ত্রীর সামনেই গ্রামবাসীকে ‘দিদির দূত’-এর থাপ্পড়! দত্তপুকুরে ‘সুরক্ষা কবচ’ কর্মসূচিতে উত্তেজনা
শনিবার দত্তপুকুরের ইছাপুরে নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়া এই ঘটনাটি ঘটেছিল। দিদির সুরক্ষা কবচ চলাকালীন মন্ত্রী রথীন ঘোষের কাছে রাস্তা নিয়ে অভিযোগ করেন ওই বিজেপি কর্মী। তখনই তাঁকে সপাটে চড় মারে তৃণমূলকর্মী শিবম রায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *