West Bengal Weather Update : তাপমাত্রা কমলেও অধরা শীত, বঙ্গে বৃষ্টির পূর্বাভাস – temperature fall in west bengal and kolkata weather department says rainfall can happen on tuesday


West Bengal News: মকর সংক্রান্তিতে শীতের মুখ দেখেনি বাঙালি। আবহাওয়া দফতরের (Alipore Weather Forecast) পূর্বাভাস ছিল যে সোমবার থেকে গোটা রাজ্যের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী কিছুটা পারদ নামলেও তা এখনও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তাই পুরনোর শীতের আমেজ সামান্য ফিরলেও বঙ্গবাসীর মুখে হাসে ফোটাতে পারেনি আবহাওয়া। কুড়ি কোঠা থেকে তাপমাত্রা নামলেও হিমেল পরশ এখনও অধরা বঙ্গবাসীর। সোমবার কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে ভোরে ঘন কুয়াশা থাকবে। গোটা দিন আংশিক মেঘলা আকাশ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে ৯৪ শতাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে পারদ আবার ঊর্ব্বমুখী হবে। মঙ্গলবারের পর রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দু-তিন দিন দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বভাস রয়েছে। দুদিন ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।

West Bengal Weather Update : শীত ছাড়াই গঙ্গাসাগরে পুণ্যস্নান, কলকাতায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস
কুয়াশার সতর্কতা

সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা ও হাওড়া এবং দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা অনেকটা নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাতে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার পূর্বাভাস। মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর কোচবিহারে বেশি কুয়াশার সম্ভাবনা।

Makar Sankranti 2023 : ভাঙল অতীতের সমস্ত রেকর্ড, উষ্ণতম সংক্রান্তিতেই পুণ্যস্নান গঙ্গাসাগরে
কেন বাধাপ্রাপ্ত শীত?

আবহাওয়া দফতর জানিয়েছে, একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। নতুন করে পরপর দুটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে । একটি বুধবার ও আরেকটি শুক্রবার। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে রয়েছে একটি উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আবহাওয়ার এই তারতম্য পারদ পতনের ক্ষেতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানা গিয়েছে।

Winter In Kolkata : শীতের শিরে সংক্রান্তি! আগামী সপ্তাহে ফের পারদ পতনের সম্ভাবনা
ভিন রাজ্যে শীতের হাল হকিকত

আগামী চার-পাঁচ দিন ঘন কুয়াশার চাদর থাকবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় দিল্লি, উত্তর প্রদেশ এবং বিহার পর্যন্ত। দৃশ্যমানতা কোথাও কোথাও শূন্যে গিয়ে ঠেকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত চরম শৈত্য প্রবাহের সর্তকতা রাজস্থানে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুদিনের চরম শৈত্যপ্রবাহ চলতে পারে পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় এবং রাজধানী দিল্লিতে। দিল্লিতে বুধবারেও চরম শৈত্যপ্রবাহের সর্তকতা থাকছে। আগামী পাঁচ দিন পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়ে শীতল দিনের পরিস্থিতি থাকবে। বুধবার পর্যন্ত শীতল দিনের পরিস্থিতি থাকবে উত্তরাখন্ড এবং রাজস্থানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *