দেবজ্যোতি কাহালি: পঞ্চায়েত ভোটের আগে ‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব’? গুলি চলল কোচবিহারে! সংঘর্ষে আহত ২ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। উত্তপ্ত দিনহাটার গীতালদহ এলাকা।
স্থানীয় সূত্রে খবর, গীতালদহ ১ নম্বর পঞ্চায়েতে তৃণমূল সভাপতি মাফুজার রহমান। ওই এলাকাতেই আবার একসময়ে দলের অঞ্চল সভাপতি ছিলেন আবু আল আজাদ। কিন্তু দু’জনের সম্পর্ক ভালো নয় একেবারেই! অভিযোগ, তৃণমূলের দুই নেতার বিবাদ দীর্ঘদিনের। গোষ্ঠী সংঘর্ষ লেগেই থাকে এলাকায়। এবার গুলি চলল!
কেন? স্ত্রীর দাবি, এদিন প্রাক্তন অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ জামশের আলির বাড়িতে হামলা চালান পঞ্চায়েত সভাপতির অনুগামী রাজু হক। স্রেফ বোমাবাজি নয়, তখন নাকি গুলিও চালানো হয়! এরপর যখন বাড়ি থেকে পালিয়ে যান জামশের, তখন তাঁর পিছু নেন অভিযুক্তরা। তারপর? বাড়ি থেকে বেশ খানিকটা দূরে ওই তৃণমূলনেতাকে ধরে মারধর করেন তাঁর দলেরই অপর গোষ্ঠীর লোকেরা।
আরও পড়ুন: TMC: রঙের কারখানায় অস্ত্র হাতে তৃণমূল নেতা! টাকা না দিলে প্রাণনাশের হুমকি?
সংঘর্ষে জামশের আলি ও রাজু হক দু’জনেই গুরুতর আহত। তাঁদের ভর্তি করা হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতাসে। জামশেরে অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।