পাণ্ডব গোয়েন্দার (Pandav Goyenda) পর ফের একসঙ্গে টেলিভিশনে জুটি বাঁধতে চলেছেন রব দে (Rob Dey) এবং শ্রীতমা মিত্র (Shritama Mitra)। তাঁদের নতুন সিরিয়াল নিয়ে মুখ খুললেন আমাদের এই সময় ডিজিটালে। পাণ্ডব গোয়েন্দা পেরিয়ে নতুন চরিত্রগুলি কি বেশি চ্যালেঞ্জিং? উত্তর দিলেন তারও। দেখুন সেই ভিডিয়ো।