নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) পরিচালিত লাল্টু মিতালি ফ্রাঞ্চাইজের তৃতীয় ছবি হামি ২। ফের একবার ছবির হাত ধরে বাচ্চাদের দুনিয়ায় ডুব মারা। ফের একবার পর্দায় ফুটে ওঠা লাল্টু মিতালির খুঁতখুঁতে নিটোল মধ্যবিত্ত জীবনের ঝলক। ফের একবার পর্দায় নন্দিতা-শিবপ্রসাদ ম্যাজিক, বাঙালির জন্যে আরও একটা মন ভালো করা ছবি। আর সেই ছবির ২৫দিন সাড়ম্বরে পার। তারই ছোট সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল প্রযোজনা সংস্থার তরফে। দেখুন সেই ভিডিয়ো।