Jangalmahal Utsav 2023 : ঝাড়গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে জঙ্গলমহল উৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি – jangalmahal festival 2023 is starting in premises of nanibala vidyalaya at jhargram


West Bengal News : জঙ্গলমহলের (Jangalmahal) লোকশিল্পীদের (Folk Artist) তুলে ধরতেই রাজ্য সরকার (West Bengal Government) জঙ্গলমহল উৎসব (Jangalmahal Utsav) শুরু করেছিল। গত ৮ বছর ধরে ঘটা করে ঝাড়গ্রামে (Jhargram) রাজ্যস্তরের জঙ্গলমহল উৎসব (Jangalmahal Utsav) হয়েছে। করোনাকালেও ছেদ পড়েনি। কিন্তু এবার ব্যাপার আলাদা। রাজ্যস্তরীয় জঙ্গলমহল উৎসব নয়, হচ্ছে জেলাস্তরীয় জঙ্গলমহল উৎসব। ৮ দিন ধরে নয়, চলবে তিন দিন ধরে। গতবারের মতো উৎসবের জৌলুস থাকছে না। রাজ্যের বিভিন্ন জেলা থেকে লোকশিল্পীদের (Folk Artist) আগমন আর হচ্ছে না। থাকছেন শুধু স্থানীয় লোকশিল্পীরা। যদিও জেলা প্রশাসনের দাবি, স্থানীয় লোকশিল্পীদের গুরুত্ব বাড়াতে, স্থানীয় লোকশিল্পীদের সকলের কাছে তুলে ধরার জন্য জেলাস্তরীয় জঙ্গলমহল উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। ঝাড়গ্রাম (Jhargram) ননীবালা বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে এবারের জঙ্গলমহল উৎসব।

Makar Sankranti 2023: ‘মকরে পিঠে পুলি তো সবই হল, ও কই?’ কান্নায় ভেঙে পড়েন ছত্রধরের স্ত্রী
এই বিষয়ে ঝাড়গ্রামের জেলাশাসক (Jhargram DM) সুনীল কুমার আগরওয়াল বলেন, “জানুয়ারির ১৮, ১৯ এবং ২০ তারিখ, এই তিনদিন ধরে অনুষ্ঠিত হবে জঙ্গলমহল উৎসব। রাজ্যের ৯টি জেলাতে জঙ্গলমহল উৎসব পালিত হবে। শুধু ঝাড়গ্রাম নয়, ৯টি জেলাতেই জেলাস্তরের জঙ্গলমহল উৎসব হবে।” জেলাশাসক আরও জানান, “বিভিন্ন সরকারি দফতরের স্টলের পাশাপাশি একটি কারিগরি হাট থাকছে। যারা হস্তশিল্পের কাজ করেন বা যেসব শিল্পী রয়েছেন, তাঁদের মতন স্থানীয়দের জিনিস বেচা কেনার জন্যই এই কারিগরি হাট। তিনদিন ধরে মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের নাচ গানের অনুষ্ঠান।” বিভিন্ন জেলার শিল্পীদের অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে ঝাড়গ্রামের জেলাশাসক বলেন, “যেহেতু ৯টি জেলাতেই জঙ্গলমহল উৎসব হচ্ছে, তাই রাজ্যের বাকি জেলা থেকে সেরকম কোনও শিল্পী থাকছেন না। কেবলমাত্র লোকশিল্পীদের উপর জোর দেওয়া হচ্ছে।”

Dilip Ghosh : ‘তৃণমূল নেতাদের কাঁঠাল গাছের সঙ্গে বাঁধুন…’, মন্তব্য দিলীপের
পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্যদের উদ্যোগে প্রত্যেক বছর জঙ্গলমহল রাজ্যস্তরীয় উৎসব হত ঝাড়গ্রামে। ফলে কোটি কোটি টাকা খরচ হত। ২০২১ সালে করোনা মহামারীর সময় ৮ দিন ধরে জঙ্গলমহল উৎসব পালিত হয়েছিল। সেইবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলার প্রায় দু’হাজার লোকসংস্কৃতি দলের প্রায় ৮ হাজার লোকশিল্পী এই উৎসবে যোগ দিয়েছিলেন। চাং, রণ-পা, পাতা, পাইক, ভাদু, টুসু, ঝুমুর, সাড়পা, নাটুয়া, বাহা, ভুয়া, ছৌ, ঘোড়া নাচ, বাউল গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল।

Swami Vivekananda Jayanti : সাড়ম্বরে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন বেলুড় মঠে, বিপুল ভক্ত সমাগম
গত বছরও করোনা বিধি মেনে ১৭ থেকে ১৯ জানুয়ারি জঙ্গলমহল উৎসব হয়েছিল। খরচ হয়েছিল প্রায় কোটি টাকা। তবে প্রশাসন সূত্রে খবর, এবার খরচ এক ধাক্কায় এক চতুর্থাংশ কমিয়ে দেওয়া হয়েছে। তাই ব্লকস্তরের অনুষ্ঠানও হবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *