Pradhan Mantri Awas Yojana : কেন্দ্রীয় প্রতিনিধি দল ফিরে যেতেই TMC-BJP হাতাহাতি, উত্তপ্ত ফাঁসিদেওয়া – trinamool congress and bjp supporters involve in clash in darjeeling


West Bengal Local News: কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফর ঘিরে দার্জিলিং (Darjeeling) জেলায় চরম উত্তেজনা। দার্জিলিঙের ফাঁসিদেওয়ার ট্রামবাড়িতে বচসা, হাতাহাতিতে জড়ালেন তৃণমূল-বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সোমবার প্রধানমন্ত্রী আবাস যোজনার অভিযোগ পেয়ে সোমবার উত্তরবঙ্গে গিয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দল (Central Team)। কেন্দ্রীয় দল ফিরে যেতেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে যুযুধান দু’পক্ষ। কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে আবাস যোজনা নিয়ে বেনিয়মে অভিযোগ করা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফাঁসিদেওয়ার ট্রামবাড়িতে ঘণ্টাখানেক ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে গিয়ে আবাস যোজনার বাড়ি প্রাপক ও তালিকায় নাম থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তাদের থেকে তথ্য সংগ্রহ করা হয়।

PM Awas Yojana : ‘রিপোর্ট দেখে ব্যবস্থা নেওয়া হবে’, মালদায় আবাস যোজনা নিয়ে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর
বিজেপি কর্মীদের অভিযোগ যারা এই প্রকল্পে প্রকৃত ঘর পাওয়ার কথা তাদের নাম ইচ্ছে করে কেটে দেওয়া হয়েছে। যদিও সেকথা মানতে রাজি হয়নি তৃণমূল। কেন্দ্রীয়দল ঘটনাস্থল থেকে বেরিয়ে যেতেই শুরু হয় তুমল বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশকর্মীরা। তাদের হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়। উল্লেখ্য, রাজ্যে আবাস যোজনা নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। যাবতীয় অভিযোগ খতিয়ে দেখেতে রাজ্যে পা রেখেছে কেন্দ্রীয় দল। আর তখনই এই ধরনের ঘটনা ঘটেছে। উল্লেখ্, প্রধানমন্ত্রী আবাস যোজনার তদন্তে নদিয়া জেলার কৃষ্ণনগরে গিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চকদিগনগর গ্রাম পঞ্চায়েত এলাকার নাদুরিয়া গ্রামে আবাস যোজনার তালিকায় নাম থাকা মানুষের বাড়ি বাড়ি সরজমিনে তদন্তে যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

Pradhan Mantri Awas Yojana : ‘বাংলা’ মুছে রাতারাতি প্রধানমন্ত্রী আবাস যোজনা ! কাণ্ড দেখে হতবাক কেন্দ্রীয় মন্ত্রী
আবাস যোজনার বেনিয়মের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে এর আগে পূর্ব মেদিনীপুর ও মালদার বিভিন্ন এলাকা ঘুরে দেখছিলেন কেন্দীয় প্রতিনিধি দলের সদস্যরা। পূর্ব মেদিনীপুর পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়তে হয় কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। অন্যদিকে মালদাতে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এলাকা ঘুরে দেখে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

Mamata Banerjee : ‘…আমি কী চিজ জানেন তো!’ কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে তোপ মমতার
মুর্শিদাবাদের সাগরদিঘির প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় দল নিয়ে আক্রমণের পাশাপাশি তৃণমূলকর্মীদেরও সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কথায় কথায় কেন্দ্রীয় দল পাঠিয়ে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে এটাই যেন সবথেকে ভালো ঘুরে দেখার জায়গা। দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশে এত ঘটনা ঘটলেও সেখানে কোনও কেন্দ্রীয় দল যায় না… কেউ যদি কোনও কিছু নিয়ে থাকেন মানুষকে গিয়ে ফেরত দিয়ে দিন। বারবার করে মানুষের কাছে ক্ষমা চান, মানুষ ঠিক ক্ষমা করে দেবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *