Purba Medinipur : তমলুকে চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে পাকড়াও চোর, চলল গণধোলাই – tamluk locals thief red handed caught and beaten up


West Bengal News : সকাল সকাল ফাঁকা বাড়ি দেখেই মনের আনন্দে ঢুকে পড়েছিল সে। ভেবেছিল হাত সাফাইয়ের পরেই হয়ে যাবে পগার পার। কিন্তু ‘যেমন ভাবা তেমন কাজ’– এই বাক্য যে সবসময় ফলপ্রসূ হয় না, তা হয়ত কল্পনাতেও আসেনি। শেষমেশ হাত সাফাই করে, যাবতীয় জিনিষপত্র গুটিয়ে ফাঁকা বাড়ি থেকে পালানোর সময়েই হাতেনাতে ধরা পড়ে গেল চোর (Thief)। তারপর কপালে যা জুটল, হয়ত বহুদিন যাবত তা মনে থাকবে চোরের (Theif)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে তমলুক (Tamluk) শ্রীরামপুর রাজ্য সড়কের পাশেই একটি বাড়িতে। স্থানীয় সুত্র অনুযায়ী, মঙ্গলবার সকালে একটি বাড়ি ফাঁকার সুযোগে সকাল সকাল চুরি করতে ঢোকে এক চোর। কিন্তু বাড়ি থেকে সব জিনিষ নিয়ে পালানোর সময়েই বাড়ির মালিকের হাতে পড়ে যায় সে। তারপর কপালে জোটে এলাকাবাসীর গণপ্রহার।

Paschim Medinipur : আস্ত ট্রান্সফর্মার নামিয়ে চুরি যন্ত্রাংশ! আঁধারে অর্ধেক গ্রাম
এই বিষয়ে ওই বাড়ির মালিক জানান, “আমি এবং আমার স্ত্রী সকালবেলা দোকান বাজার করতে বেরিয়েছিলাম। সেই সময় বাড়ি ফাঁকাই ছিল। এই বাড়ি ফাঁকা থাকার সুযোগেই পাঁচিল টপকে বাড়ির ভিতর ঢুকে যায় চোরটি। অনুপস্থিতির সুযোগ নিয়েই চলে অবাধে চুরি (Theft)। সাত সকালে সুযোগ পেয়ে সোনার গয়না, টাকা-পয়সা ও একাধিক মূল্যবান জিনিস চুরির চেষ্টা করে।” ঠিক সেই সময়েই বাজার সেরে বাড়ির পথে পা বাড়ান ওই দম্পতি।

Raiganj News : দুর্ঘটনাগ্রস্ত গাড়ি উদ্ধারে এসে চক্ষু চড়কগাছ পুলিশের, মিলল বিপুল পরিমাণের গাঁজা
তারপরের ঘটনা প্রসঙ্গে বাড়ির মালিক বলেন, “পালানোর সময় জিনিস সমেত হাতেনাতে পাকড়াও হয় ওই ব্যক্তি। পালানোর কয়েক মুহূর্ত আগেই ঘটনাচক্রে আমি বাড়িতে হাজির হই। সঙ্গে সঙ্গে হাতেনাতে ধরা পড়ে যায় চোরটি। লোকটিকে আটকে রেখে আমি বাকি এলাকাবাসীদের খবর দিই।” তারপরেই এলাকাবাসীর হাতে চলে চোরের গণধোলাই। তবে ওই দম্পতির বক্তব্য অনুযায়ী চোরের কাছ থেকে সব জিনিষপত্রই উদ্ধার করা হয়েছে।

Hooghly News: রহস্যজনকভাবে বাড়িতে অচৈতন্য অবস্থায় পড়ে গোটা পরিবার, প্রতিবেশীদের ডাকে এল পুলিশ
বেশ কিছুক্ষণ ধোলাই দেওয়ার পরে এলাকা থেকে তমলুক থানায় (Tamluk Police Station) খবর পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় তমলুক থানার পুলিশ (Tamluk Police Station)। তারপর চোরটিকে এলাকাবাসীদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এই চোর এর আগে আর কোন কোন এলাকায় চুরির কাণ্ড করেছে, সেই সম্পর্কে আরও বিস্তারিতভাবে খোঁজখবর চালাচ্ছে পুলিশ। পাশাপাশি এলাকার গৃহস্তদের আরও সাবধান হওয়ার, এবং এলাকাবাসীদের চুরি আটকানোর ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শও দিচ্ছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *