Purulia Road Accident : বেপরোয়া ট্যাংকারের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, পুরুলিয়ায় NH অবরোধ স্থানীয়দের – one person lost life for accident at purulia chas road area


West Bengal News : ট্যাংকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রণক্ষেত্র হয়ে উঠল পুরুলিয়ার (Purulia) মফস্বল থানার চাষ রোড। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা পুরুলিয়া (Purulia) – রাঁচি ৩২ নম্বর জাতীয় সড়ক (NH32) অবরোধ করে। অবরোধকারীদের দাবি, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। স্থানীয় সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম মনীন্দ্র মাহাত (৪০)। তাঁর বাড়ি পুরুলিয়া মফস্বল থানার সিন্দরি গ্রামে।

Purulia Road Accident : পুরুলিয়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনা, প্রাণ গেল ২ তরুণীর
মৃত মনীন্দ্র মাহাত এদিন সকালে তাঁর সাইকেল নিয়ে চাষ রোড সংলগ্ন বাজারে এসেছিলেন। পথ দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময়েই একটি ট্যাংকার বেপরোয়া গতিতে এসে তাঁকে ধাক্কা মারে। ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরেই ক্ষেপে ওঠে স্থানীয় জনতা। জাতীয় সড়ক (NH32) অবরোধ করা হয়। অবরোধের জেরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়ে জাতীয় সড়কে। ঘটনাস্থলে আসে পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ। আধঘন্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Basanti Highway Accident : বাসন্তী হাইওয়েতে ইঞ্জিন ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি ধাক্কা, মৃত ১
মৃতের পরিবারের এক সদস্য প্রদীপ মাহাত বলেন, “মনীন্দ্র মাহাত সম্পর্কে আমার কাকা হন। আমাদের সব সময় কাজের জন্য এই বাজারে আসতে হয়, কাকাও সেই কাজে এসেছিলেন। কিন্তু তার পরিণতি যে এত ভয়াবহ হবে তা কোনোদিন ভাবিনি।” এরপরেই এলাকার ট্রাফিক (Traffic) ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ করে তিনি বলেন, “এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু গাড়িগুলির গতি নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নেই। পরপর দুর্ঘটনা ঘটে গেলেও পুলিশ প্রশাসনের কোনও হোলদোল নেই যান নিয়ন্ত্রন করার। একটার পর একটা দুর্ঘটনা ঘটে আর পুলিশ এসে শুধুই আশ্বাস দিয়ে চলে যায়।” এদিন পুলিশ আসার আধঘন্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় মানুষ দুর্ঘটনা রোধ করতে দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার (Speed Breaker) দেওয়ার দাবি করেছেন, কারণ এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে তাঁদের অভিযোগ।

Road Accident : বেপরোয়া গাড়ি পিষে দিল ছাত্রকে, প্রতিবাদে লরিতে আগুন ক্ষিপ্ত জনতার
মাসখানেক আগেই ঠিক একইরকম ভাবে ট্যাংকারের ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহী ১৩ বছর বয়সী এক কিশোরের। দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার নিস্তারিনী কলেজ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। ট্যাংকারের বেপরোয়া চলাচলের কারণেই এই দুর্ঘটনা বলে জানিয়েছিলেন স্থানীয়রা। আর তার ঠিক এক মাস পরেই চাষ রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা। তাই জেলায় পরপর দুর্ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন বা একশ্রেণীর গাড়ি চালকদের মনোভাবে কোনও বদল আসছে না বলে অভিযোগ করছেন স্থানীয়রা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *