West Bengal Latest News: ডাব পাড়তে গাছে উঠে ফ্যাসাদে যুবক! ফোন দমকলে, তারপর… – a person struck in coconut tree fire brigade comes to rescue


West Bengal Local News নারকেল গাছে (Coconut Tree) ডাব পাড়তে উঠেছিলেন এক ব্যক্তি। কিন্তু এমন বিপাকে পড়তে হবে তা স্বপ্নেও ভাবেননি। গাছে তো উঠলেন, কিন্তু নামার রাস্তা কই? ডাব খাওয়ার সাধ মেটাতে গিয়ে খবর দিতে হল দমকল বিভাগে। নারকেল গাছে ডাব (Coconut Water) পাড়তে উঠে এত উপরে চড়ে বসেন এক ব্যক্তি যে আর নামতে পারেন না। গাছ থেকে পড়ে প্রাণ হারানোর মতো শেষ পর্যন্ত দমকল বিভাগের (Fire Brigade) কর্মীরা এসে গাছ থেকে নামান ওই ব্যক্তিকে।

ঘটনাটি ঘটেছে, গাইঘাটা থানার (Gaighata Police Station) অন্তর্গত নাইগাছি এলাকায়। জানা গিয়েছে, নাইগাছি এলাকার বাসিন্দা সিকান্দার মণ্ডল নামে এক ব্যক্তি গাছে ডাব পাড়তে উঠে আটকে পড়েন। পাড়ার পার্থ চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে একটি নারকেল গাছে ডাব পাড়তে ওঠেন সিকান্দার মণ্ডল। কিন্তু দীর্ঘক্ষণ সে গাছের উপরে থাকায় বাড়ির মানুষের সন্দেহ হয় এবং তাকে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকির পর গাছের উপর থেকে সাড়া মেলে তাঁর। বড়, উঁচু নারকেল গাছের অনেকটা উপর থেকে সিকান্দার মন্ডল জানায় যে, সে গাছ থেকে নামতে পারছে না। সকলে খুব চিন্তিত হয়ে পড়েন। নার্ভাস হয়ে পড়েন সিকান্দারও। গাছের অত উপর থেকে মাটিতে পড়লে মৃত্যু নিশ্চিত। এমতাবস্থায় কী করা উচিত তা ভেবে নিয়ে চিন্তিত হয়ে পড়েন সকলে।

Nadia News : গাছ থেকে ঝরছে শিরীষের আঠা! পিছল পথে বাড়ছে বাইক দুর্ঘটনা

শেষে আর কোনও উপায় না দেখে পরে খবর দেওয়া হয় গোবরডাঙ্গা ফায়ার ব্রিগেডে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে পৌঁছায় গোবরডাঙ্গা ফায়ার ব্রিগেডের (Gobordanga Fire Brigade) একটি ইঞ্জিন ও গাইঘাটা থানার পুলিশ (Gaighata Police Station) । পরবর্তীতে ফায়ার ব্রিগেড এর প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় ওই ব্যক্তিকে গাছ থেকে নামিয়ে আনা সম্ভব হয় । ততক্ষণে প্রায় জ্ঞান হারানোর অবস্থা ওই ব্যক্তির। গাছে কোনওমতে আঁকড়ে ধরে ঝুলেছিলেন তিনি। আগুন নেভাতে ব্যবহার করা ল্যাডার ব্যবহার করে নামিয়ে আনা হয় তাঁকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ।

Online Fraud : সোশ্যাল মিডিয়ায় ‘Apple’ ফোন কেনার টোপ! ২৪ লাখ খোয়ালেন তরুনী

এলাকাবাসীদের দাবি, এই ঘটনা এই এলাকায় আগে কখনও ঘটেনি, তবে ফায়ার বিগ্রেডের কারণে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল তারা এবং প্রাণ বাঁচল এক ব্যক্তির ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *