West Bengal Trending News: যত কাণ্ড ময়নায়, এবার কিশোরের প্রেমে ঘর ছাড়লেন দুই সন্তানের মা – purba medinipur moyna housewife left house with a minor boy in love


West Bengal Local News আবারও যত কাণ্ড ময়নায়। শ্বশুরের অণ্ডকোষ ছিঁড়ে নেওয়ার ঘটনায় সংবাদ শিরোনামে জায়গা করে নেওয়া পূর্ব মেদিনীপুরের ময়নায় আবারও ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। সোশাল মিডিয়ায় আলাপ হওয়া নাবালকের প্রেমে ডুবে সংসার ভাসিয়ে স্বামী-সন্তানকে ফেলে পালালেন গৃহবধূ।

একের পর এক খবরের শিরোনামে উঠে আসছে ময়নার নাম। এর আগে বাপের বাড়ি যেতে বাধা দেওয়ায় শ্বশুরের অণ্ডকোষ ছিঁড়ে নেওয়ার ঘটনার পর সোশাল মিডিয়ায় যুবকের প্রেমে পড়ে স্বামী সন্তান ছেড়ে গৃহবধূ পালানোর মতো ঘটনার পর এবার মোবাইলে মিসড কল থেকে যোগাযোগের শুরু। সেই আলাপের থেকেই শুরু ওই গৃহবধূ ও নাবালকের প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ময়না থানার আনন্দপুর গ্রামের ১৭ বছরের নাবালকের হাত ধরে ঘর ছাড়লেন ভিলখোজা গ্রামের দুই সন্তানের মা। ২৫ বছর বয়সি ওই বধূ স্বামী সংসার ছেড়ে রবিবার রাতে এক সন্তানকে সঙ্গে নিয়ে নাবালকের বাড়িতে গিয়ে ওঠেন। এই ঘটনায় মূর্চ্ছা যাওয়ার জোগাড় কিশোরের বাবা-মায়ের। রাতেই শুরু হয় ব্যাপক অশান্তি। প্রতিবেশীদের ডেকে তাঁদের সামনে যুগলকে ঘর থেকে বার করে দিতে চান। এই নিয়ে সমস্যা সৃষ্টি হয়। সোমবার ময়না থানার ওসি গোপাল পাঠকের উপস্থিতিতে দুই পরিবারের সদস্যের নিয়ে শুরু হয় বৈঠক। বিকেলে কিশোর ও তার প্রেমিকা বধূ দু’জনকে নিজেদের অভিভাবকদের হাতে তুলে দেয় পুলিশ।

West Bengal Latest News: হ্যাঁচকা টানে অণ্ডকোষ ছিন্নভিন্ন! পৌরুষে ঘা খেয়েও ছেলের মুখ চেয়ে বউমাকে ক্ষমা প্রৌঢ়ের

২৫ বছরের ওই গৃহবধূর বাপের বাড়ি তিলখোজা গ্রামে। জানা গিয়েছে, আট বছর আগে তাঁর বিয়ে হয়। তাঁর দু’টি ছেলে আছে। একজনের বয়স সাত ও আরেকজনের বয়স পাঁচ বছর। বড় ছেলে স্কুলের হস্টেলে থেকে পড়াশোনা করে বলে জানা গিয়েছে। বিয়ের পর নানা কারণে দম্পতির মধ্যে অশান্তি হয়। রাগ করে বেশ কিছু দিন ওই যুবতী বাপের বাড়িতে ছিলেন। সেসময়ই ওই নাবালকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। রবিবার রাত ৮টা নাগাদ ওই যুবতী পাঁচ বছরের ছেলেকে নিয়ে কিশোরের হাত ধরে তার বাড়িতে গিয়ে ওঠে। ছেলের কাণ্ড দেখে বাড়ির লোকজন হতবাক হয়ে যায়। রাতেই এনিয়ে বিস্তর চেঁচামেচি হয়। প্রতিবেশীদের পরামর্শে কিশোর ও তার প্রেমিকাকে ময়না থানায় নিয়ে যাওয়া হয়। কিশোরের বাবার অভিযোগ, নাবালক পুত্রকে ওই বধূ ভুল বুঝিয়েছেন। তাঁরা কোনও অবস্থায় ওই সম্পর্ক মেনে নেবে না। সারারাত ওই যুগল ময়না থানাতেই ছিলেন।

Nadia News : Whatsapp-এ অন্য ছেলের সঙ্গে ছবি প্রেমিকার, অভিমানে আত্মঘাতী শান্তিপুরের যুবক?

সোমবার পুলিশ, পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বৈঠকে বসে। সেখানে ওই যুগল পরস্পরকে ভালোবাসে ও ভবিষ্যতে একসঙ্গে তাঁর থাকতে চায় বলে জানায়। যদিও উভয় পরিবারের লোকজন করে ওই সম্পর্ক নিয়ে আপত্তি তোলে। এরপর পুলিশ উভয়কেই অভিভাবকদের হাতে তুলে দেয়। ওই বধূর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক জোড়া লাগানোর জন্য বোঝায় পুলিশ। ময়না থানার অসি গোপাল পাঠক জানান, কিশোর ও গৃহবধূ দু’জনকে বুঝিয়ে তাদের বাড়িয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাতে তারা আর যোগাযোগ না রাখে সেকথাও তাদের দু’জনকে বলা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *