Birbhum News : বীরভূমে পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হল বোমা, মেলায় বচসা থামাতে গিয়ে তুমুল অশান্তি – two policemen attacked by bombs in birbhum labhpur police station area


West Bengal News : পুলিশকে লক্ষ্য করে বোমা মারার ঘটনায় উত্তপ্ত বীরভূম। লাভপুর থানার পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে বোমা মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় লাভপুর থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাত দশটা নাগাদ এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে লাভপুরের দরবারপুর গ্রামে মেলা চলাকে কেন্দ্র করে দু’পক্ষের বচসা বাঁধে। শুরু হয় বিশাল বোমাবাজি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তখনই ওই পুলিশকর্মীদের লক্ষ্য করে বোমা মারা হয়। দাঁড়কা পুলিশ ক্যাম্পের ছোটোবাবু বোমাবাজির ঘটনায় আহত হয়েছেন, আরও এক পুলিশ আধিকারিকও জখম হয়েছে। আহত অবস্থায় ওই দুই পুলিশকর্মীকে লাভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক পুলিশকর্মীর হাতে আরেকজনের পিঠে আঘাত লেগেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।

Alipurduar Accident : জাতীয় সড়কে ট্রেলার-গাড়ি মুখোমুখি সংঘর্ষ, মারাত্মক দুর্ঘটনায় মৃত ভুটানের নাগরিক
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাভপুরের দরবারপুর গ্রামে তিনদিন আগে শুরু হয়েছিল পীরবাবার মেলা। মঙ্গলবার রাতে সেই মেলাকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। পরবর্তী কালে বচসা হাতাহাতিতে গড়াতেই এলাকায় শুরু হয় বোমবাজি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বড়সড় কোনও সংঘর্ষ এড়াতে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ইতিমধ্যেই এই বোমবাজির ঘটনার তদন্তে নেমেছে লাভপুর থানার পুলিশ। এই ঘটনায় গ্রামবাসীরা আতঙ্কতি বলে জানা গিয়েছে।

Purulia Shootout : পুরুলিয়ায়​ DYFI নেতাকে গুলিকাণ্ডে ধৃত ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের একাধিক জেলা থেকে বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটেছিল। বাংলায় যে বারুদের স্তূপে পরিণত হয়েছে এদিনের ঘটনা থেকে তা আরও একবার প্রমাণিত হল। লাভপুরের এই বোমাবাজি নিয়েও শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, ‘পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রশাসনে এই ধরনের ঘটনা স্বাভাবিক। পুলিশ আক্রান্ত হচ্ছে, বোঝাই যাচ্ছে যে রাজ্যে আইনের শাসন নেই। যে পুলিশের মানুষকে সুরক্ষা দেওয়ার কথা, তাদেরকেই এখন সুরক্ষা দিতে হবে।’ অন্যদিকে লাভপুরের ঘটনা নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘পুলিশ সব জায়গাতেই সক্রিয়। বোমবাজির কোনও দুষ্কৃতীদের কাজ। পুলিশ তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে। বিজেপির কথায় গুরুত্ব দিয়ে কোনও লাভ নেই। এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *