মঙ্গলবার সোনামুখী বিধানসভার কোচডিহি এলাকায় অঞ্চল সম্মেলনের মঞ্চ থেকে তৃনমূলের দিদির দূত কর্মসূচিকে বেলাগাম আক্রমণ করেন বিধায়ক। তিনি বলেন, ‘১১ বছর বরবাদ করে দেওয়ার পর এখন সবদিক থেকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবিস্কার করেছেন দরজায় দিদির দূত। আমরা বলছি দরজায় মমতার ভূত। এই ভূতরা কোনও না কোনও দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন। তাঁরা কোনও মা কে বলেছেন ICDS-এ চাকরি করে দেব বলেছে, কোনও বেকার যুবককে বলেছে স্কুলে বা সিভিক কর্মীর চাকরি পাইয়ে দেব। এইভাবে প্রতিশ্রুতি দিয়ে কিছু না কিছু নিয়েছে। তাই এই ভূতরা গেলে আপনারা ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকবেন।’ তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে নিশানা করার পাশাপাশি মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক। পশ্চিমবঙ্গকে তৃণমূল বাংলাদেশ বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিজেপি বিধায়ক।
বিজেপি বিধায়কের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় এখন নতুন ফন্দি এঁটে দিদির দূত কর্মসূচি নিয়েছে এবং এইভাবে রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে। তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক। অন্যদিকে এই মন্তব্যের কড়া নিন্দা করেছে তৃণমূল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার INTTUC সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘তৃণমূল কংগ্রেসকর্মীদের বিজেপি মারাত্মক ভয় পাচ্ছে। অমর শাখা বাবুরা ভয়ে এই কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বাড়িতে উন্নয়নের কথা বলছে। সরকারি প্রকল্পগুলি তুলে ধরছে। বিজেপিকে মোদীর সুরক্ষা কবচ করতে বলব। বাড়ি বাড়ি গিয়ে বলুন না কেন্দ্রীয় সরকার কী কাজ করেছে! মানুষ ওদের ঝাঁটাপেটা করার জন্য তৈরি।’