Didir Doot : ‘দিদির দূত’-দের ঝাঁটাপেটা করার নিদান, বেফাঁস মন্তব্য BJP বিধায়কের – bankura bjp mla attacks trinamool congress and says controversial remarks


West Bengal Local News: দলীয় নেতাকর্মীদের জনসংযোগ ও মানুষের অভাব অভিযোগ শুনতে তৃণমূলের তরফে ‘দিদির দূত’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলীয় কর্মসূচির প্রচারে গিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদলের নেতানেত্রীদের সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। মঙ্গলবার এই নিয়ে সুর চড়ালেন বিজেপি বিধায়ক। শুধু তাই নয় তৃণমূলের দিদির দূত (Didir Dut) নিয়ে বিতর্কিত মন্তব্য করলে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক (BJP MLA) অমরনাথ শাখা। বাড়িতে দিদির দূত গেলে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকার নিদান দিয়েছেন বিজেপি বিধায়ক। প্রকাশ্য সভামঞ্চে বিজেপি বিধায়কের বেলাগাম মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছে। বিজেপি বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃনমূল। আগেও একাধিকবার বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়িছিলেন ওন্দার বিজেপি বিধায়ক। তাঁর মঙ্গলবারের মন্তব্য নতুন বিতর্ক তৈরি করল।

Bankura News : ‘এখনই BDO-কে ফোন করুন…’, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভের মুখে কোতলপুরের BJP বিধায়ক
মঙ্গলবার সোনামুখী বিধানসভার কোচডিহি এলাকায় অঞ্চল সম্মেলনের মঞ্চ থেকে তৃনমূলের দিদির দূত কর্মসূচিকে বেলাগাম আক্রমণ করেন বিধায়ক। তিনি বলেন, ‘১১ বছর বরবাদ করে দেওয়ার পর এখন সবদিক থেকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবিস্কার করেছেন দরজায় দিদির দূত। আমরা বলছি দরজায় মমতার ভূত। এই ভূতরা কোনও না কোনও দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন। তাঁরা কোনও মা কে বলেছেন ICDS-এ চাকরি করে দেব বলেছে, কোনও বেকার যুবককে বলেছে স্কুলে বা সিভিক কর্মীর চাকরি পাইয়ে দেব। এইভাবে প্রতিশ্রুতি দিয়ে কিছু না কিছু নিয়েছে। তাই এই ভূতরা গেলে আপনারা ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকবেন।’ তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে নিশানা করার পাশাপাশি মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক। পশ্চিমবঙ্গকে তৃণমূল বাংলাদেশ বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিজেপি বিধায়ক।

June Malia : ‘প্রশংসা শুনতে আসিনি…’, পটাশপুরে বিক্ষোভের মুখে ‘দিদির দূত’ জুন
বিজেপি বিধায়কের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় এখন নতুন ফন্দি এঁটে দিদির দূত কর্মসূচি নিয়েছে এবং এইভাবে রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে। তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক। অন্যদিকে এই মন্তব্যের কড়া নিন্দা করেছে তৃণমূল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার INTTUC সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘তৃণমূল কংগ্রেসকর্মীদের বিজেপি মারাত্মক ভয় পাচ্ছে। অমর শাখা বাবুরা ভয়ে এই কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বাড়িতে উন্নয়নের কথা বলছে। সরকারি প্রকল্পগুলি তুলে ধরছে। বিজেপিকে মোদীর সুরক্ষা কবচ করতে বলব। বাড়ি বাড়ি গিয়ে বলুন না কেন্দ্রীয় সরকার কী কাজ করেছে! মানুষ ওদের ঝাঁটাপেটা করার জন্য তৈরি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *