Lottery Sambad: লাখ টাকার লটারি জিতেও হল না স্বপ্নপূরণ, আত্মঘাতী বিজেতা! ঘনীভূত রহস্য – lottery winner take his own life after not getting prize money


West Bengal Local News: প্রায় দু’লাখ টাকার লটারি জিতেও আত্মঘাতী লটারি বিজেতা। স্বপ্নপূরণের শেষ প্রান্তে পৌঁছেও অধরা স্বপ্ন। হতাশায় চরম পদক্ষেপ নিলেন লাখ টাকার বিজেতা।

অভিযোগ, লটারি জেতার পর টিকিট নিয়ে জুতোর শুকতলা খুইয়ে ফেলেও মেলেনি পুরস্কারের টাকা। পুরস্কার মূল্য দিতে অস্বীকার করেছে লটারি বিক্রেতা। জেতা টিকিটটি নিয়ে বারবার তাঁকে ঘোরাতে থাকেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত লটারি বিক্রেতা বিজেতা নাকি বলেন, তিনি পুরস্কারের অর্থ দেবেন না। এরপরই হতাশা থেকে আত্মঘাতী হলেন লটারি বিজেতা (Lottery winner)। ঘটনাটি ঘটেছে হিরাপুর থানার আলুটিয়া গ্রামে। আত্মঘাতী লটারি বিজেতার নাম উজ্জ্বল লায়েক (৪২)। মঙ্গলবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। বুধবার আসানসোল জেলা হাসপাতালে তাঁর ময়নাতদন্ত হয়।

Dear Lottery : ৩০ টাকাতেই ভাগ্য বদল রাজমিস্ত্রির, কোটি টাকার লটারি জয় রায়গঞ্জের মিঠুর

জানা গিয়েছে, পেশায় গাড়ির চালক উজ্জ্বল লায়েক মাঝেমধ্যেই লটারি টিকিট কিনতেন। গত ৪ জানুয়ারি পাটমোহনা বাজার থেকে একটি লটারির টিকিট কিনেছিলেন উজ্জ্বল লায়েক। মৃতের স্ত্রী কৃষ্ণা লায়েক জানান, লটারি বিক্রেতা তাঁর স্বামীকে প্রথমে জানিয়েছিলেন যে তাঁর লটারির টিকিটে মোটে ১৪০০ টাকার পুরস্কার উঠেছে। কিন্তু, পরবর্তীকালে আমার স্বামী জানতে পারেন তিনি ১৪০০ নয়, ওই লটারির সর্বোচ্চ পুরস্কার এক লাখ আশি হাজার টাকা জিতেছেন।

লটারি জেতার আনন্দে খুশি হয়ে উজ্জ্বল সরল বিশ্বাসে লটারি বিক্রেতাকে টিকিটটি দিয়ে দেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী। কৃষ্ণার বয়ান অনুযায়ী যখনই পুরস্কারের টাকা আনতে লটারি বিক্রেতার কাছে যান। তখনই কিন্তু, বারবারই তাকে ঘোরানো হয়। শেষ পর্যন্ত চেপে ধরা হলে লটারি বিক্রেতা সাফ জানিয়ে দেন পুরস্কারের টাকা তিনি দেবেন না।

Asansol News : মাছ পড়ল পাতে, মুখে পড়ল সোনা

এতদিনের এত টিকিট কাটার পর অবশেষে স্বপ্নপূরণ। তাও শেষ পর্যন্ত অধরাই থেকে গেল স্বপ্ন। লটারি বিক্রেতা পুরস্কার মূল্য না দেওয়ায় হতাশায় মুষড়ে পড়েন উজ্জ্বল। তাঁর স্ত্রী বলেন, সেই থেকে গুমড়ে ছিলেন আমার স্বামী। বারবার হতাশা তাকে গ্রাস করছিল। সেই হতাশার থেকে মঙ্গলবার রাতে আত্মহত্যা করেন করেন তিনি। মৃতের স্ত্রী জানিয়েছেন, উজ্জ্বল মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন। তিনি সুইসাইড নোট পুলিশের হাতে তুলে দিয়েছেন।

পুলিশে দায়ের প্রতারণার রিপোর্ট। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত লটারি বিক্রেতা । পুলিশ লটারি বিক্রেতার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *