Malda News : বাড়িতে ঢুকে পুরুষাঙ্গ কেটে উধাও – unexpected indent happens with a boy in malda


এই সময়, মালদা: গভীর রাতে ঘরে ঢুকে এক তরুণের পুরুষাঙ্গ কেটে পালালোর ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মালদার রতুয়া থানা এলাকার সোমবারের ঘটনা।

Malda News : লাখ টাকার ব্রাউন সুগার উদ্ধার ইংরেজবাজারে, গ্রেফতার ১ পাচারকারী
বাড়ির লোক ওই অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মালদা মেডিক্যাল কলেজে (Malda Medical College) পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় হাইস্কুলের দশম শ্রেণির ওই পড়ুয়ার বাবা জানিয়েছেন, রাতে খাওয়া-দাওয়ার পর ছেলে নিজের ঘরে ঘুমোতে যায়। খানিক পর ছেলের আর্তনাদ শুনে তাঁরা বাইরে বেরিয়ে দেখতে পান, সে উঠোনে শুয়ে ছটফট করছে। রক্তে ভেসে যাচ্ছে শরীর। প্যান্ট খোলা এবং তার পুরুষাঙ্গটি উধাও! বাবার দাবি, ওই অবস্থাতেই ছেলে জানায়, দু’টি লোক মুখ ঢাকা অবস্থায় তার ঘরে ঢুকে মারধর করে পুরুষাঙ্গ কেটে নিয়ে পালিয়েছে।

আক্রান্ত ছেলেটির বাবা বলেন, “ছেলে সবে দশ ক্লাসে উঠল। পড়াশোনা নিয়েই তো থাকে জানি। কে কেন এমন করল, কিছু বুঝতে পারছি না।”

Dakshin 24 Pargana : বিয়েতে বাধা, কিশোরীর প্রেমিকার মায়ের গলায় ছুরির কোপ! খুনের চেষ্টা ক্যানিংয়ের যুবকের
লিখিত অভিযোগ দায়ের না হলেও ঘটনার খবর পেয়ে রাতেই গ্রামে যায় পুলিশ। কিন্তু ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানতে পারেননি তাঁরা। প্রতিবেশীরা জানিয়েছেন, সুন্দরী তরুণীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব পাতাতো সে। এলাকায় একাধিক মেয়ের প্রতি দুর্বলতার কথাও কানাঘুঁষোয় শোনা গিয়েছে। স্থানীয় একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের ধারণা, এই করতে গিয়ে কোনও কিছুতে ফেঁসে গিয়ে তাঁকে ‘বদলা’র শিকার হতে হলো। পুলিশ জানিয়েছে, ঘটনার লিখিত অভিযোগ দায়ের না হলেও বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। ছেলেটি সুস্থ হওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *