দুপুরের আহার বিজেপি কর্মীর বাড়িতে
BJP সূত্রে জানা গিয়েছে, জনসভার শেষে বাসন্তীতে এক দলীয় কর্মীর বাড়িতে খাওয়া-দাওয়া করবেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। রান্নার কাজ চলছে জোর কদমে। বিল্লো মঙ্গল স্বর্ণকার নামে BJP কর্মীর বাড়িতে। পরিবারের মেয়ে বিদিশা স্বর্ণকার বলেন, “খুব উচ্ছ্বসিত মিঠুন চক্রবর্তী আমাদের বাড়িতে আসায়। উনি দুপুরে আমাদের বাড়িতে আহার গ্রহণ করবেন। সকাল থেকেই তার আয়োজন চলছে। আমরা এতটাই খুশি যে বলে বোঝানো যাবে না।” বিল্লো মঙ্গল স্বর্ণকার দীর্ঘদিনের BJP কর্মী। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও তাঁদের বাড়িতে দুপুরের আহার সারবেন বলে জানা গিয়েছে।
কী থাকছে মেনুতে ?
একাধিক ব্যঞ্জনের আয়োজন করা হচ্ছে বিল্লো মঙ্গল স্বর্ণকারের বাড়িতে। দুপুরের আহার হিসাবে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাছের ঝোল, চাটনি, পাপড় সহ আরো অনেককিছু থাকছে মেনুতে। সঙ্গে থাকছে স্যালাড। শেষ পাতে থাকছে দই, মিষ্টির ব্যবস্থাও। মূলত হালকা খাবার খেতেই পছন্দ করেন বাংলার ছেলে মিঠুন। বরাবরই বাঙালি ঘরোয়া রান্নার প্রতি আকর্ষণ রয়েছে তাঁর। সেই কারণে ঘরোয়া কায়দাতেই সব রকম রান্নার আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়।
তৃণমূলের গড়ে নজর BJP-র
বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় রাজনৈতিক কর্মসূচিতে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজ বাসন্তীর সোনাখালিতে BJP-র সভা অনুষ্ঠিত হবে। মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন সেই সভায়। সভা শুরুর আগে প্রায় এক কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হবে। দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়তে ও আবাস দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে বিজেপি। একই জেলাতে এদিনই দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য মিঠুন করবেন সাংগঠনিক বৈঠকও। BJP সূত্রে খবর, গত নভেম্বর মাসেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘুরে ঘুরে কর্মী সম্মেলনের পাশাপাশি করেছেন সাংগঠনিক বৈঠকও। সূত্রের খবর, বুধবার দক্ষিণ ২৪ পরগনার পর আগামী দিনেও জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের প্রচারে অংশ নেবেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।