মুম্বইয়ে কাপুরদের পৈতৃক কৃষ্ণা বাংলো (Krishna Raj Bungalow)। পুরনো বাংলো ভেঙে সেখানে তৈরি হচ্ছে নতুন অ্যাপার্টমেন্ট। গত কয়েক মাস ধরে জোর কদমে কাজ চলছে বাড়ির কাজ। আর সেখানে তদারকি করতে মাঝে মধ্যেই পৌঁছে যাচ্ছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। কখনও তাঁর সঙ্গী হচ্ছেন স্ত্রী আলিয়া (Alia Bhatt) আবার কখনও সঙ্গী মা নীতু। পৈতৃক সম্পত্তি দেখে শুনে রাখতে হবে যে! রণবীর আবার এদিন গাড়ির রঙের সঙ্গে মিলিয়ে পোশাকও পরে এলেন। দেখুন সেই ভিডিয়ো (Bengali Video)।