Sealdah Train Service : রেলগেটে বিকল লরি, শিয়ালদা-ক্যানিং শাখার ট্রেন চলাচল ব্যাহত – sealdah canning train service stopped for nearly two hours passengers faced problems


বুধের সকালে আবার লোকাল ট্রেন (Kolkata Local Train) চলাচলে বিপত্তি। সকাল ৮টা নাগাদ শিয়ালদা-ক্যানিং শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ব্যস্ত অফিস টাইমে ট্রেন চলাচল ব্যাহত হওয়া কারণে হয়রানির মুখে পড়েন নিত্যযাত্রীরা। জানা গিয়েছে চম্পাহাটি স্টেশনের রেলগেটের ওপর খারাপ হয়ে যায় একটি মালবোঝাই লরি। সেই কারণে বাধার মুখে পড়ে ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। একাধিক স্টেশনে যাত্রীদের ভিড় জমতে শুরু করে। জানা গিয়েছে, শিয়ালদা-ক্যানিং শাখার ডাউ লাইনে ট্রেন চলাচল করলেও আপ লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। প্রায় পৌনে দু ঘণ্টা পর লরিটি সারাই করে চম্পাহাটি রেলগেট থেকে সরানো হলে স্বাভাবিকভাবে শুরু হয় ট্রেন চলাচল। ব্যস্ত অফিস টাইমে দীর্ঘ সময় ট্রেন বন্ধ থাকার কারণে সমস্যার মুখে পড়েন যাত্রীরা।
Canning Sealdah Local : ক্যানিং-শিয়ালদা আপ লাইনে একের পর এক ট্রেন বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

বিস্তারিত জানতে রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *