পিএসজি: ৫ (‘৩ মেসি, ‘৪২ মারকুইনহোস, ‘৫৪ সের্জিও ব়্যামোস, ‘৫৯ এমবাপে, ‘৭৮ একিটিকে)
সৌদি অলস্টার: ৪ (‘৩৪ – ‘৫০ রোনাল্ডো, ‘৫৬ জ্যাং, ‘৯৪ তালিসকা)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৮ ডিসেম্বর কাতারের লুসেল স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছিলেন। এর ঠিক একমাস পর ১৯ ডিসেম্বর রিয়াধের মাঠে সৌদি আরবের ফুটবলপ্রেমীদের মন জিতলেন লিওনেল মেসি। শুধু মন নয়। ম্যাচও জিতল তাঁর প্যারিস সঁ জরমঁ-এর (Paris Saint Germain)। বিপক্ষের সৌদি আরব অলস্টার একাদশকে (Saudi All Star XI) হারাল ৫-৩ গোলে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোল করে নতুন ইনিংসের সূচনা করলেন। তবে শেষ পর্যন্ত তাঁকে তাঁর চিরপ্রতিদ্বন্দীর কাছে হারতে হল। তবে হার-জিত বাদ দিয়ে আরব্য রজনীতে এই প্রদর্শনী ম্যাচ ৯টি গোলের সাক্ষী থাকল। সেটাই তো ফুটবলের সবচেয়ে বড় স্টেটমেন্ট।
মেসি ও রোনাল্ডোর ডুয়েল দেখার অপেক্ষায় ছিল ফুটবল দুনিয়া। পিএসজি বনাম রিয়াদ অল স্টারের প্রীতি ম্যাচে মেসির গোলে খেলা শুরু হলেও, প্রথমার্ধে জোড়া করে সব আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন ‘সিআর সেভেন’। তবে নেইমার পেনাল্টিও মিস না করলে মেসির দল এগিয়ে যেত। তবে শেষরক্ষা হল না।

এর আগে মেসি-রোনাল্ডো-নেইমার-কিলিয়ান এমবাপেদের উপস্থিতিতে এমনিতে তারকার অভাব ছিল না। বিশ্ব ফুটবলের এই মহাতারকাদের সঙ্গে আরও চমক উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন। ম্যাচ শুরুর আগে বলিউডের ‘শাহেনশাহ’-র সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় দুই দলের খেলোয়াড়দের। সেই সময় অমিতাভের সঙ্গে ছিলেন পিএসজির মালিক নাসের আল–খেলাইফিও।
রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই মেসির কাছ থেকে বল কেড়ে নেন রোনাল্ডো। তবে মেসির পা থেকে সেই সময় বল চলে গেলেও, ম্যাচের ৩ মিনিটের মাথায় গোল করে দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা। নেইমারের পাসে দারুণ এক শটে বল জালে জড়ান ‘এলএম টেন’। সেই গোল হজম করে খেলায় ফিরে আসার চেষ্টা করে অল স্টার। যদিও কিছুক্ষণ পর রোনাল্ডোর শট রুখে দেন বিপক্ষের গোলকিপার কেইলর নাভাস।
আরও পড়ুন: Amitabh Bachchan: মেসি-রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে ‘বিগ বি’! রিয়াধের মাঠে চাঁদের হাট! ভিডিয়ো ভাইরাল

তবে পিএসজির আক্রমণের ঝাঁজ সামলে অল স্টার একাদশ অবশ্য ধীরে ধীরে ম্যাচে ফিরে এসেছিল। ঠিক সেই সময় ম্যাচের ১৬ মিনিটে নেইমারের পেনাল্টি বাচিয়ে অল স্টারকে দ্বিতীয় গোল খাওয়া থেকে বাঁচান গোলকিপার আল-ওয়াসিস।
৩২ মিনিটে ডি বক্সের ভেতর বল ক্লিয়ার করতে গিয়ে রোনাল্ডোকে ফাউল করে বসেন পিএসজি-র গোলকিপার কেইলর নাভাস। নিজের আদায় করা পেনাল্টিতে ৩৪ মিনিটে গোল পেতে সমস্যা হয়নি ‘সিআর সেভেন’-এর। এর মাঝে ৩৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির জোয়ান বের্নাত। এরমধ্যেও ৪২ মিনিটে ব্রাজিলের মারকুইনহোসের গোলে এগিয়ে যায় পিএসজি। । সেই সময় জমে ওঠে খেলা। তবে বিরতির কিছুক্ষণ আগে ফের গোল করে সমতা ফিরিয়ে দেন পর্তুগিজ মহতারকা।

প্রথমার্ধ রোনাল্ডো নিজের নামে লেখালেও, দ্বিতীয়ার্ধ শুরু হতেই ছন্দে ফিরে আসে পিএসজি। এমবাপে বাঁ দিক থেকে কাট করে ঢুকে সের্জিও ব়্যামোসের দিকে বল বাড়িয়ে দেন। সেই রানিং বলে জালে ঢুকিয়ে দিতে ভুল করেননি স্প্যানিশ তারকা। ফলে ৩-২ গোলে এগিয়ে যায় পিএসজি। সৌদির দলও হাল ছেড়ে দেয়নি। ৫৬ মিনিটে সমতা ফেরান সৌদির রাইট ব্যাক দক্ষিণ কোরিয়ার জ্যাং। ফলাফল তখন ৩-৩।
মনে করা হচ্ছিল সৌদি ম্যাচে কামব্যাক করবে। কিন্তু ঠিক সেই সময় ৫৯ মিনিটে গোল করেন এমবাপে। দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দিয়ে নিজের উপস্থিতি বুঝিয়ে দিলেন ফ্রান্সের ‘গোল মেশিন’। ৬০ মিনিটের মাথায় মাঠ থেকে বেরিয়ে যান জোড়া গোলদাতা রোনাল্ডো। কিছুক্ষণ পর মাঠ ছাড়েন মেসিও। গোলের খাতা খুলে এমবাপেও মাঠ ছাড়েন। একের পর এক গোল হজম করে সৌদির ডিফেন্স যখন বেহাল, তখন ৭৮ মিনিটে মাঝমাঠ থেকে একক দক্ষতায় বল টেনে গোল করে দেন একিটিকে। মনে করা হচ্ছিল সেই গোলের সৌজন্যে ৫-৩ ব্যবধানে জিতে যাবে পিএসজি। তবে শেষ মুহূর্তে ৯৪ মিনিটে গোল করে ব্যবধান কমান তালিসকা। ফলে হাড্ডাহাড্ডি এই প্রদর্শনী ম্যাচ ৫-৪ গোলে শেষ হল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 
                    