Didir Doot : ‘লাল চুল, কানে দুল নিয়ে দিদির দূত নয়’, নিদান তৃণমূল বিধায়কের – trinamool mla commented on his team members about didir doot campaign


TMC : দিদির দূত (Didir Doot) কর্মসূচিতে যোগ দিতে গেলে কেমন হতে হবে তৃণমূলকর্মীদের (TMC workers) পোশাক? প্রকাশ্য জনসভায় তা জানিয়ে দিলেন দলের বিধায়ক নারায়ণ গোস্বামী (TMC MLA)। জানালেন, ‘লাল চুল, আর কানে দুল’ পরে যাওয়া যাবে না দিদির দূত (Didir Doot) হিসাবে। ঘটনাচক্রে, ঠিক এই ভাষাতেই যুব তৃণমূল কর্মীদের (TMC workers) লাগাতার আক্রমণ করে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার এক দলীয় সভায় উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) অশোকনগরের (Ashokenagar) বিধায়ক নারায়ণ গোস্বামী (TMC MLA) বেশ কড়া ভাষায় তৃণমূল (Trinamool Congress) কর্মীদের বলেন, “বাড়িতে বাড়িতে যে দিদির দূতেরা যাবেন, তাঁদের কিছু কথা মাথায় রাখতে হবে। ভোটাররা ভাববেন দিদি যেমন, দিদির দূতেরাও ঠিক তেমন। তাই নম্র ও সহনশীল হতে হবে দূতদের।

Didir Doot : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে বাগদার বিধায়ক, ধুন্ধুমার
তাঁদের পছন্দ ও রুচিবোধ আলাদা। অনেক সময় দেখি, চুল এমন করে কাটা, বাজে ভাবে কাটা, এখানে লাল, কানে আবার দুল। এসব করা যাবে না। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত এটা কিন্তু মাথায় রাখতে হবে।“ উল্লেখ্য, রাজ্যের প্রায় কোনায় কোনায় দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল নেতা বিধায়করা। কোথাও অনুন্নয়ন, কোথাও গোষ্ঠী দ্বন্দের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসী ও তৃণমূল কর্মীরা। এরই মধ্যে তৃণমূল বিধায়কের এই মন্তব্যে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, যে যেমন তাঁকে সেভাবে ভোটারদের সামনে তুলে ধরা না গেলে দলে কেন রাখা হচ্ছে। এছাড়াও কারও রূচিবোধ দলের ভাবমূর্তির সঙ্গে মানানসই না হলে কেন তাঁকে দিদির দূত হওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে বা দেওয়া হবে? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

Didir Doot: ‘মাত্র ১০ হাজার বেতন, ছেলে অন্যায় করেনি’, চড়কাণ্ড নিয়ে সাফাই শিবমের মায়ের
যদিও তৃণমূল বিধায়ক দলীয় কর্মীদের এমন নির্দেশ দিলেও এই বিষয়টিকে বিশেষ পাত্তা দিতে রাজি নয় রাজ্যের প্রধান বিরোধী দল BJP। জেলা BJP নেতৃত্বের মতে, বিধায়কের এমন নিদাস স্রেফ কথার কথা। এতে কোনও লাভ হবে না। তৃণমূল কর্মীরা যে তিমিরে থাকার, সেই তিমিরেই থাকবেন, এমনটাই মত বিরোধী নেতাদের। তাঁদের মতে, এখন তৃণমূল দলটিতে সবাই নিজেকে নেতা ভাবেন। তাই বিধায়কের এমন উপদেশ যে নতমস্তকে মেনে নেবেন, এমন কর্মী বা নেতা শাসকদলে খুঁজে পাওয়া বিরল হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *