নদিয়ার (Nadia) বেথুয়াডহরির সভা থেকে কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতির অভিযোগ তোলেন জেপি নাড্ডা (JP Nadda)। বলেন, ”সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে টাকা পাঠাচ্ছে মোদী সরকার আর সব খেয়ে উড়িয়ে দিচ্ছে এখানে। কেন্দ্রের দেওয়া আবাস যোজনার টাকা পাঠানো হচ্ছে আর এখানে খেয়ে উড়িয়ে দিচ্ছে। আর তদন্তের কথা বললেই ক্ষেপে উঠছে। কয়লা, বালি কিছুই ছাড়ছে না তৃণমূল।” এখানেই শেষ নয়, শাসক দলকে কটাক্ষ করে তিনি বলেন, ”নিজেরা দুর্নীতি করবে তাতে কোনও লজ্জা নেই। তদন্তের কথা উঠলেই ক্ষেপে ওঠেন। নিজেরা চুরি করবে, দুর্নীতি করবে আবার নাকি তদন্তের কথা বললেই কেন্দ্র শত্রু। অর্থাৎ চুরিও করবে, গা জোয়ারিও করবে।” এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) চোর ধরো, জলে ভরো কথা টেনে এনে তিনি বলেন,”একবার কমল অর্থাৎ পদ্ম ছাপে ভোট দিন। চোর ধরেও দেব, জলে ভরিয়েও দেব।”