বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার হেলিকপ্টারে নদিয়া যাবেন জেপি নাড্ডা। ইতিমধ্যে হেলিপ্যাড তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। মায়াপুর ইসকন মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। ইসকন মন্দিরে প্রসাদ গ্রহণের পর সড়কপথে বেথুয়াডহরিতে পৌছবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখার কথা তাঁর। বিজেপির রাজ্য নেতৃত্বও নদিয়ার জনসভায় উপস্থিত থাকবেন। সূত্র মারফত জানা গিয়েছে, জনসভা শেষের পর স্থানীয় এক বেসরকারি হলে জেলা ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন জেপি নাড্ডা। এখনও নির্ঘণ্ট ঘোষণা না হলেও, কয়েক মাসের মধ্যে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক সেরে বৃহস্পতিবার রাতেই দিল্লি ফিরে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
নাড্ডার এই বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকের পর আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কর্ম সমিতির বৈঠক শেষে এই কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী বছর লোকসভা নির্বাচন। সেই সময় সম্ভবত নাড্ডার হাতেই বিজেপির সভাপতির ব্যাটন থাকবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় অপ্রত্যাশিত পরাজয়ের প্রভাব যাতে আগামী লোকসভা নির্বাচনে না পড়ে, সেটা নিশ্চিত করাই বিজেপি নেতৃত্বের কাছে এখন বড় চ্যালেঞ্জ।