JP Nadda : বাংলায় পা রেখেই ইসকন দর্শনে নাড্ডা, দিনভর ঠাসা কর্মসূচি – bjp national president jp nadda will participate in many programs in west bengal today


West Bengal Local News: বিজেপির সর্বভারতীয় সভাপতি (BJP National President) হিসেবে মেয়াদ বৃদ্ধির পর প্রথম বাংলা সফরে জেপি নাড্ডা (JP Nadda)। বুধবার রাত সাড়ে ১১ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো রাজ্য বিজেপির শীর্ষ নেতারা জেপি নাড্ডাকে স্বাগত জানিয়েছেন। BJP সূত্রে খবর, আসন্ন পঞ্চায়েত ভোটের রণকৌশল নির্ধারণ করতে তাঁর এই বঙ্গ সফর। বুধবার রাতে রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে ছিলেন বিজেপি সভাপতি। বৃহস্পতিবার একাধিক কর্মসূচি রয়েছে জেপি নাড্ডার। দলীয় জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি বিজেপি নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন জেপি নাড্ডা। আবাস যোজনায় যেখানে একের পর এক বেনিয়মের অভিযোগ সামনে আসছে, তখন এদিনের দলীয় জনসভা থেকে তৃণমূল তথা রাজ্য সরকারকে আক্রমণের সুর সপ্তমে নিয়ে যেতে পারেন বিজেপি সভাপতি, এমনটাই মত রাজনৈতিক মহলের।
J.P. Nadda : ঘরে বসে বিশ্রাম নিন, ত্রিপুরায় বিরোধীদের পরামর্শ নাড্ডার
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার হেলিকপ্টারে নদিয়া যাবেন জেপি নাড্ডা। ইতিমধ্যে হেলিপ্যাড তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। মায়াপুর ইসকন মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। ইসকন মন্দিরে প্রসাদ গ্রহণের পর সড়কপথে বেথুয়াডহরিতে পৌছবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখার কথা তাঁর। বিজেপির রাজ্য নেতৃত্বও নদিয়ার জনসভায় উপস্থিত থাকবেন। সূত্র মারফত জানা গিয়েছে, জনসভা শেষের পর স্থানীয় এক বেসরকারি হলে জেলা ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন জেপি নাড্ডা। এখনও নির্ঘণ্ট ঘোষণা না হলেও, কয়েক মাসের মধ্যে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক সেরে বৃহস্পতিবার রাতেই দিল্লি ফিরে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

Amit Shah : ‘গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না’, কড়া বার্তা অমিত শাহের
নাড্ডার এই বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকের পর আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কর্ম সমিতির বৈঠক শেষে এই কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী বছর লোকসভা নির্বাচন। সেই সময় সম্ভবত নাড্ডার হাতেই বিজেপির সভাপতির ব্যাটন থাকবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় অপ্রত্যাশিত পরাজয়ের প্রভাব যাতে আগামী লোকসভা নির্বাচনে না পড়ে, সেটা নিশ্চিত করাই বিজেপি নেতৃত্বের কাছে এখন বড় চ্যালেঞ্জ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *