সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎই একটি মহিষ লাগাম ছাড়া হয়ে দৌড়ে আসতে শুরু করে। আর তখনই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালানোর চেষ্টা করে। হতভম্ব হয়ে পড়েন গ্রামবাসীরাও। ক্ষণিকের জন্য হুলুস্থুল পড়ে যায় ঘটনাস্থলে। তবে কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে স্থানীয় পুলিশের একটি টিম ছিল। তাতেই রক্ষে ! পুলিশ লাঠি নিয়ে যেতেই এলাকা ছাড়ে মহিষটি। উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় আবাস যোজনা (Pradhan Mantri Gramin Awas Yojana) প্রকল্পের কাজ খতিয়ে দেখতে, বিভিন্ন অভিযোগ সম্বন্ধে তদন্ত করতে রাজ্যে এসেছে একাধিক প্রতিনিধি দল। গত ১৬ জানুয়ারি দুপুরে মালদা এসে পৌঁছয় দুই সদস্যের দল। এই দলে রয়েছেন উত্তরপ্রদেশের সংস্থা বাবুরাম গ্রামোত্থান সংস্থানের দুই প্রতিনিধি রাম সাগর ও আশিস শ্রীবাস্তব। সড়কপথে আসানসোল থেকে মালদহে এসে প্রথমে জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।
এরপর অতিরিক্ত জেলাশাসকসহ প্রশাসন, জেলা পরিষদ এবং জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের পর্যালোচনা বৈঠক করেন তাঁরা। জানা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত মালদা থাকবে এই দলটি। প্রসঙ্গত, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মালদায় তিন সদস্যের কেন্দ্রের দল আসে। জেলার কালিয়াচক- ১, কালিয়াচক- ৩, মোথাবাড়ি, ইংরেজবাজার প্রভৃতি একাধিক এলাকায় বেশকিছু বাড়িতেও সরাসরি পৌঁছে যায় ওই কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন তাঁরা। পুনরায় আরও কিছু জায়গা পরিদর্শনের জন্য কেন্দ্রীয় দল পুনরায় পাঠানো হয়।