ঘরের লোভে মেয়েকে জা সাজালেন মা! তাজ্জব কেন্দ্রীয় দলের সদস্যরা Central team visit Mahishadal in east Midnapore


কিরণ মান্না: পাকা বাড়ি, তাও আবার দোতলা! তাহলে কীভাবে আবাসের তালিকায় নাম? কেন্দ্রীয় দলের সদস্যদের কাছে নিজের মেয়ে-কে ‘জা’ বলে পরিচয় দিলেন মহিলা। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের মহিষাদল।

জানা গিয়েছে, মহিষাদলের বেতকুণ্ডু গ্রামের বাসিন্দা  ইসমাইল মল্লিক। আবাস যোজনার তালিকায় নাম উঠেছে তাঁর। কীভাবে? এদিন যখন তদন্ত করতে যায় কেন্দ্রীয় দল, তখন বাড়িতে ছিলেন না ইসলাম। কেন্দ্রীয় দলের সদস্যদের ‘ভাঙা বাড়ি’ দেখান ইসমাইলের স্ত্রী ইসমাত আরা। বলেন, ওই বাড়িতে স্বামী ও মেয়েকে নিয়ে থাকেন তিনি।

অভিযোগ, যে বাড়িটি কেন্দ্রীয় দলকে দেখানো হয়, তার পাশেই পাকা দোতলা বাড়ি রয়েছে ইসলাইলের। সেই বাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন তিনি। তাহলে? ইসলাইলের স্ত্রী বলেন, ওই বাড়িতে নাকি তাঁর জা থাকেন! কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীদের কথায় ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন কেন্দ্রীয় দলের সদস্যরা। শেষপর্যন্ত তিনি স্বীকার করে নেন যে, যাকে জা বলে পরিচয় দিয়েছেন, সে আসলে মেয়ে! তাজ্জব বনে যান সকলে।

আরও পড়ুন: Sabang: বিজেপি করার ‘অপরাধে’ গোটা পরিবারকে সামাজিক বয়কট,কাঠগড়ায় তৃণমূল

এর আগে, মহিষাদলের বিডিও যোগেশচন্দ্র মণ্ডলকে রীতিমতো ধমক দেন কেন্দ্রীয় দলের সদস্যরা। তাঁরা জানতে চান, ‘যাঁদের বাড়িতে যাচ্ছেন, দেখা যাচ্ছে, তাঁদের পাকা বাড়ি রয়েছে। তাহলে কেন তালিকায় নাম তোলা হয়েছে? যাঁরা ঘরের পাওয়ার কথা, তাঁদের নাম নেই কেন’? 

প্রধানমন্ত্রীর আবাস যোজনায় কারা বাড়ি পাবেন? তালিকা প্রকাশ হওয়ার পর বিপাকে রাজ্য সরকার। অভিযোগ, যাঁর পাকা বাড়ি, তাঁর নাম উঠেছে  তালিকায়। আর ছাউনির নিচে যাঁর দিনে কাটে, তিনি ঘর পাননি! কেন? অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল। বিভিন্ন জেলায় গিয়ে ঘুরছেন সেই দলের সদস্যরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *