ছোট থেকেই মায়ের সঙ্গে সঙ্গে ঘোরে আরাধ্যা (Aaradhya Bachchan)। সে কান ফিল্ম ফেস্টিভাল হোক অথবা বলিউডের সেলেব্রিটি ইভেন্ট। রেড কার্পেটে কীভাবে নিজেকে ক্যারি করতে হয়, কীভাবে ক্যামেরার সামনে প্রোফাইলে পোজ দিতে হয়, কীভাবে ডিজাইনার পোশাক ক্যারি করতে হয় ১১ বছরেই দুরন্ত রপ্ত করে ফেলেছে আরাধ্যা। অনন্ত আম্বানি (Anant Ambani) আর রাধিকা মার্চেন্টের এনগেজমেন্ট সেরিমনির রেড কার্পেটে তাই মা ঐশ্বর্যর (Aishwarya Rai) সঙ্গে সমানে সমানে তাল মেলালো খুদে বচ্চন।