Ambikesh Mahapatra Cartoon : ‘দুষ্টু লোক ভ্যানিশ!’ প্রায় এক দশক পর কার্টুনকাণ্ডে অধ্যাপক অম্বিকেশের অব্যাহতি – ambikesh mahapatra gets relief from allegations of cyber crime for sharing cartoon after 11 years


‘মুকুল…দুষ্টু লোক ভ্যানিশ!’ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মুকুল রায় (Mukul Roy) এবং দীনেশ ত্রিবেদীর ছবি দেওয়া একটি ব্যঙ্গচিত্র এঁকে বেজায় বিপাকে পড়েছিলেন অম্বিকেশ মহাপাত্র (Ambikesh Mahapatra)। সোশাল মিডিয়ায় এই ব্যঙ্গচিত্র শেয়ার করার পরই রাতারাতি FIR এবং পরবর্তীতে গ্রেফতার পর্যন্ত হতে হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে। ১১ বছর ধরে তাঁর বিরুদ্ধে সেই মামলা চলেছিল। অবশেষে সেই মামলা থেকে অব্যাহতি পেলেন অম্বিকেশ মহাপাত্র। কার্টুনকাণ্ডের এই মামলা থেকে তাঁকে অব্যাহতি দিয়েছে আলিপুর আদালত।

Mamata Banerjee : মমতার নামে সমন খারিজ
কার্টুনকাণ্ডে অব্যাহতি অম্বিকেশ মহাপাত্রর (Ambikesh Mahapatra Cartoon)

নিজের ফেসবুক ওয়ালে একটি দীর্ঘ পোস্ট লিখে অম্বিকেশ মহাপাত্র জানিয়েছেন, ১১ বছর পরে তাঁকে ব্যঙ্গচিত্রের মামলা থেকে অব্যাহতি দিয়েছে আলিপুর আদালত। ২০১২ সালের ১২ এপ্রিল অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় যে FIR দায়ের হয়েছিল, সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে ব্যঙ্গচিত্র সংক্রান্ত এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন অম্বিকেশ মহাপাত্র। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন আলিপুরের CJM। এরপর অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র নতুন করে আলিপুর আদালতের অ্যাডিশনাল সেশন জাজের এজলাসে আবেদন জানান। অবশেষে মিলল রেহাই। তিনি বলেন, “প্রায় ১১ বছর ব্যঙ্গচিত্রকাণ্ডের ফৌজদারি মামলা থেকে নিষ্কৃতি মিলল। রাজ্যের সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, শাসকদল এবং দুষ্কৃতীদের শত বেআইনি এবং অসাংবিধানিক বাধা সত্ত্বেও। এই জয় গণতন্ত্রপ্রিয় নাগরিকের গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার জয়।”

DA Case: বকেয়া DA কবে পাব? তৃণমূল সাংসদকে প্রশ্ন করে ‘শাস্তি’-র মুখে প্রধান শিক্ষক

কার্টুনকাণ্ড!

সালটা ছিল ২০১২। সদ্য ক্ষমতার অলিন্দে তৃণমূল কংগ্রেস। ‘দুষ্টু লোক…ভ্যানিশ!’ মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং দীনেশ ত্রিবেদীকে নিয়ে আঁকা একটি ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। নেপত্থে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। এই কার্টুন সোশাল মিডিয়ায় শেয়ার করার পরই হাজতবাস করতে হয়েছিল তাঁকে। সাইবার ক্রাইমের অবিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর যদিও জল অনেকদুর গড়িয়েছে। রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে একাধিক পরিবর্তন এসেছে। যে মুকুল রায়কে নিয়ে ওই ব্যঙ্গচিত্র অম্বিকেশ মহাপাত্র এঁকেছিলেন তিনি মাঝে BJP-তে যোগ দেন। বর্তমানে অবশ্য তাঁর নিজের দলে প্রত্যাবর্তন হয়েছে। দীনেশ ত্রিবেদী বর্তমানে রয়েছেন BJP-তে। তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য রাজ্যে সরকার গঠন করেছে। এদিকে, ‘আক্রান্ত আমরা’ ব্যানারে অম্বিকেশ মহাপাত্র রাজ্যে নির্বাচনেও লড়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *