Consumer Frauds: ৫০০ টাকা নিয়ে ১০৭ টাকার তেল! কারচুপির অভিযোগে বামনগাছির পেট্রল পাম্পে হইচই – petrol pump near bamangachi more accused in consumer fraud


West Bengal Local News পেট্রল পাম্পে কারচুপির অভিযোগ। টাকা নিয়েও নির্দিষ্ট পরিমাণ তেল না দেওয়ার অভিযোগে উত্তাল উত্তর ২৪ পরগনার বামনগাছি এলাকার পেট্রল পাম্পে। ৫০০ টাকা নিয়ে মাত্র ১০৭ টাকার তেল দেওয়ার অভিযোগ তুলেছেন এক ক্রেতা। সেই অভিযোগ ঘিরে ছড়ায় উত্তেজনা। ক্ষুব্ধ জনতা রীতিমতো পেট্রল পাম্প বন্ধ করে দিতে উদ্যত হয়।

জানা গিয়েছে, শুক্রবার বামনগাছি চৌমাথায় একটি পেট্রোল পাম্পে তেলে কারচুপির অভিযোগ উঠেছে। উত্তেজিত জনতা পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়ার দাবি তোলো। যদিও পরবর্তীতে পাম্প কর্তৃপক্ষ গোটা বিষয়টিতে নিজেদের ভুল স্বীকার করে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

West Bengal Trending News: CCTV ফাঁকি দিয়ে মগজাস্ত্রে শান দিয়ে পারফেক্ট ক্রাইম! তবু ধরিয়ে দিল ৫০০ টাকার নোট

এদিন অভিযোগ ওঠে, এক ব্যক্তি বাইকে ৫০০ টাকার তেল ভরতে ওই পাম্পে আসেন। এই পাম্প থেকেই প্রতিদিন তেল ভরেন ওই ব্যক্তি। পাম্পে কর্মীকে ৫০০ টাকা দিয়ে তেল ভর্তি করতে বলে ওই ব্যক্তি পাম্পের বাথরুমে যায়। তারপর ফিরে এসে চেক না করেই বাইক নিয়ে বেরিয়ে যায়। খানিক পরে ওই ব্যক্তি খেয়াল করেন তাঁকে কম তেল দেওয়া হয়েছে। পাম্পে সেসময় উপস্থিত এক ব্যক্তিও তাঁকে জানান ৫০০ নয় অনেক কম টাকার তেল দেওয়া হয়েছে। আগে এক ব্যক্তি ১০৭ টাকার তেল নেয়, মিটারে ১০৭ টাকা থাকাকালীনই ৫০০ টাকার তেল ভরে দেয়। পুরো বিষয়টি শুনে গ্রাহক ওই পাম্পে গিয়ে প্রশ্ন করলে তারা সরাসরি অস্বীকার করেন।

Cyber Crime : ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে প্রতারণার শিকার মহিলা, হতদরিদ্র মহিলাকে নোটিশ দিল্লি পুলিশের

অনেক তরজার পরেও স্বীকার না করলে ওই ব্যক্তি স্থানীয় লোককে ডেকে আনেন। সবাই মিলে পাম্পে মিটার চেক করতে চেয়ে বিক্ষোভ দেখান। উত্তেজিত জনতার চাপে পড়ে পাম্পের ওই কর্মী মিটার চেক করে দেখে ৫০০ টাকার বদলে ১০৭ টাকার তেল দেওয়া হয়েছে। তারপরেই উত্তেজনা তুঙ্গে ওঠে। স্থানীয়রা জানান এর আগেও এই পাম্পে এমন অভিযোগ উঠেছে।

Primary TET : লাখ লাখ টাকার বিনিময়ে প্রাথমিকের ভুয়োগ নিয়োগপত্র! গ্রেফতার নদিয়ার স্কুল শিক্ষক

ইতিমধ্যেই পাম্প ম্যানেজার এলে তার সঙ্গেও শুরু হয় তুমুল বচসা। উত্তেজিত জনতার ক্ষোভ পৌঁছয় চরম সীমায়। উত্তেজনা এমন পর্যায়ে পৌছায়, যে উত্তেজিত জনতা পেট্রোল পাম্প ভাঙচুর করার দিকে এগোয়। অবশেষ পাম্পের মালিককে ফোন করা হয়, পাম্পের মালিক সহ সকল কর্মীরা নিজেদের ভুল স্বীকার করে এবং ক্ষমা চেয়ে নেয়। ক্ষতিপূরণস্বরূপ ওই ব্যক্তিকে বাকি টাকার তেল ফের বাইকে ভরে দেয়। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *