Didir Doot: ভুয়ো দলিল দিয়ে পাট্টা! দিদির দূত কর্মসূচিতে এসে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতার – uttar 24 pargana didir doot programme tmc leader complain about fake deed registration


WB Panchayat Election 2023 দিদির দূত (Didir Doot) কর্মসূচিতে আবাস, ডিএ বকেয়ার (DA Pending) পর এবার ভুয়ো পাট্টার অভিযোগ। দিদির দূতেদের (Didir Doot Programme) সামনে পেয়ে মন খুলে অভাব অভিযোগ জানাচ্ছেন এলাকাবাসী। এবার দিদির দূর হিসেবে এলাকায় যাওয়া উত্তর ২৪ পরগনা (Uttar 24 Pargana) জেলা পরিষদের সভাধিপতির সামনে বিএলআরও অফিসে এসে জাল দলিল দিয়ে পাট্টা করার অভিযোগ জানালেন খোদ তৃণমূল নেতা।

Didir Suraksha Kawach : ‘হাসপাতালে পরিষেবা মেলে না…’, ফের একবার বিক্ষোভের মুখে ‘দিদির দূত’ তৃণমূল বিধায়ক নেপাল

শুক্রবার গ্রাম পঞ্চায়েতে দিদির দূত কর্মসূচিতে এসেছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের (Uttar 24 Pargana Zilla Parisad) সভাধিপতি বীণা মণ্ডল (Bina Mondal) ৷ তাঁর সামনেই বিস্ফোরক অভিযোগ তৃণমূল বাগদা পশ্চিম ব্লক সভাপতির। তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন এলাকায় দিদির দূত হিসেবে বেরোন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল। এলাকায় গিয়ে তিনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মালা দিয়ে সোজা চলে যান বিএলআরও (BLRO) অফিসে৷ সেখানেই বীণা মণ্ডলের সামনেই জাল দলিল নিয়ে অভিযোগ তোলেন তৃণমূলের বাগদা পশ্চিম ব্লক সভাপতি অঘোর চন্দ্র হালদার। তৃণমূল নেতার অভিযোগ, জাল দলিল দিয়ে জমি রেকর্ড করা হচ্ছে।

Didir Doot: দক্ষিণের মতো উত্তরেও বিক্ষোভের মুখে দিদির দূতেরা, পরিষেবা নিয়ে অভিযোগ জলপাইগুড়ি-দার্জিলিংয়েও

অভিযোগ শুনে বীণা দেবী সে ব্যাপারে প্রশ্ন করতেই এই বিষয়ে অফিসে উপস্থিত আধিকারিক বলেন “পুরনো বিএলআরও বদলি হয়েছেন। নতুন যিনি এসেছেন তিনি এখনও যোগদান করেননি৷ তিনি যোগদান করলেই ব্লক সভাপতির অভিযোগ খতিয়ে দেখে তথ্য দিতে পারব।” ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Saugata Roy : আবাস নিয়ে ক্ষোভ, দত্তপুকুরে ‘দিদির দূত’ কর্মসূচিতে বিক্ষোভের মুখে সৌগত

উল্লেখ্য, এই বিএলআরও (BLRO Officer) -এর বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল বলে জানা গিয়েছে। যার জেরেই সদ্যই তাঁকে বদলি করা হয়েছে বলেও জানা গিয়েছে। তবে জাল দলিল ও পাট্টা নিয়ে কোনও আলোকপাত এদিন আধিকারিকরা করতে পারেননি। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন দিদির দূত উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল।

Didir Doot : ‘লাল চুল, কানে দুল নিয়ে দিদির দূত নয়’, নিদান তৃণমূল বিধায়কের

দিদির দূত (Didir Doot) ও দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kavach) কর্মসূচিতে বেরিয়ে একাধিক জায়গায় নেতা কর্মীরা বিক্ষোভের মুখে পড়েছেন বলে খবর এসেছে। কিন্তু এদিন দেখা গেল অন্য চিত্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *