Didir Doot : ‘টাকা কোথায়?’ ‘দিদির দূত’ কর্মসূচির আগেই নির্মল মাজির নামে পোস্টার – uluberia poster on wall name of mla nirmal maji before didir doot campaign


Didir Suraksha Kawach : ‘দিদির দূত’ (Didir Doot) কর্মসূচিতে গিয়ে একের পর এক নেতাকে জনরোষের মুখে পড়তে হচ্ছে। সেই তালিকা থেকে বাদ গেলেন না হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি। ‘দিদির দূত’ কর্মসূচির আগেই এলাকায় তাঁর নামে পড়ল পোস্টার। পোস্টারে উল্লেখ করা হয়েছে – “কার স্বার্থে, কিসের স্বার্থে খাল সংসস্কারের কাজ বন্ধ হল নির্মল মাজি জবাব দাও”। বেশ কিছু পোস্টারে লেখা হয় “বিধায়ক তহবিলের টাকা কোথায় গেল বিধায়ক নির্মল মাজি জবাব দাও”। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সে নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি স্থানীয় বাসিন্দারা। বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলেই দেখছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।শুক্রবার উলুবেড়িয়া (Uluberia) ২ নং ব্লকের বানীবন অঞ্চলে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির শুরুতেই বানীবণ বাজার এলাকায় উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডঃ নির্মল মাজির বিরুদ্ধে মারা এইসব পোষ্টারকে (Poster) ঘিরেই বির্তক দানা বাঁধল। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে এলাকায় মারা এইসব পোস্টারকে ঘিরে বিধায়ককে কিছুটা হলেও অস্বস্তিতে পড়তে হয়েছে।

Didir Suraksha Kawach : ‘হাসপাতালে পরিষেবা মেলে না…’, ফের একবার বিক্ষোভের মুখে ‘দিদির দূত’ তৃণমূল বিধায়ক নেপাল
দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার সকালে উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস ও অন্যান্য তৃণমূল নেতৃত্কে নিয়ে বানীবন বাজার এলাকায় আসেন বিধায়ক ডাঃ নির্মল মাজি (Nirmal Maji)। অন্যদিকে বিধায়ক নির্মল মাজি এলাকায় আসার আগেই রাতের অন্ধকারে বেশ কয়েকটি জায়গায় বিধায়কের বিরুদ্ধে পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়। বিধায়ক এলাকায় ঢুকে এইসব পোস্টার দেখে চুপ থাকলেও দলীয় কর্মীরা কিছুটা হকচকিয়ে যায়। যদিও এই নিয়ে কেউ কোনরকম মুখ খুলতে চায়নি। তবে এলাকায় পোস্টার সাঁটা নিয়ে বিধায়ক নির্মল মাজির আভিযোগ, ‘দিদির সুরক্ষা কবচ‘ কর্মসূচী বানচাল করতে বিজেপি চক্রান্ত করে এলাকায় এইসব পোস্টার সাঁটিয়েছে। তবে তার দাবি আমি এইসব ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছিনা। নির্মল মাজি বলেন, “পোস্টারে যেসব লেখা হয়েছে সব ভিত্তিহীন। কারণ বানীবন অঞ্চলে বনস্পতি খাল সংস্কার করার উদ্যোগ নিয়েছি।

Didir Doot : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে বাগদার বিধায়ক, ধুন্ধুমার
এছাড়াও বিধায়ক তহবিলের টাকায় এলাকার উন্নয়নের পাশাপাশি উলুবেড়িয়া এবং আমতায় দুটি অডিটোরিয়াম নির্মাণ, আমতায় বাসষ্ট্যান্ড, একাধিক যাত্রীশেড ছাড়াও তুলশিবেড়িয়ায় বাসষ্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।” তাঁর বক্তব্য, মানুষের অভিযোগ থাকতেই পারে, সেটা শোনার জন্য ‘দিদির দূত‘ হিসাবে আমরা এলাকায় এসেছি। তবে সেটা সামনে থেকে বললেই ভালো। অন্যদিকে এলাকায় বিধায়কের বিরুদ্ধে পোস্টার মারার বিষয়টি শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অরুন উদয় পাল চৌধুরী। তিনি জানান, রাজ্যে যা কিছু হয় তাতেই তৃণমুল কেন্দ্র আর বিজেপিকে খুঁজে পায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *