Firhad On Mithun Chakraborty: মিঠুনদা যোগাযোগ রাখছেন: ফিরহাদ – firhad hakim claims mithun chakraborty stays connected with him


Produced by Tuhina Mondal | Ei Samay | Updated: 20 Jan 2023, 9:12 am

এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে অন্যতম চর্চিত রাজনৈতিক ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তী। এবার তাঁকে নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।

 

mithun chakraborty
ঠিক কী বলেছেন ফিরহাদ? (ছবি সৌজন্যে ফেসবুক- Mithun Chakraborty, Firhad Hakim – Bobby)

হাইলাইটস

  • বহু বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করেছিলেন মিঠুন চক্রবর্তী।
  • এবার তিনিই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, দাবি করলেন ফিরহাদ।
  • ‘ব্যক্তিগত কারণে বিজেপিতে মিঠুন’, দাবি রাজ্যের মন্ত্রীর।
এই সময়: তৃণমূলের ২১ জন বিধায়ক তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন বলে গত বছর জুলাই মাসে বিস্ফোরক দাবি করেছিলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। এ বার সেই মিঠুনই তৃণমূলের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে চলেছেন বলে উল্টো দাবি করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার ফিরহাদ কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘মিঠুনদা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। যাতে দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) রেগে না-যান। মিঠুনদা নিজেই তৃণমূলের সঙ্গে গন্ডগোল করতে চাইছেন না। কিছু ব্যক্তিগত কারণে উনি বিজেপিতে গিয়েছেন। কিন্তু তৃণমূলের সঙ্গে বিরোধে জড়াতে চাইছেন না উনি।’ ফিরহাদের মতে, গত বছর জুলাইয়ে মিঠুন ফাঁকা আওয়াজই দিয়েছিলেন।

Projapoti Controversy : ‘গঙ্গারামের ছবিতে অভিনেতা লাউডগা’, মিঠুনকে ফের কটাক্ষ কুণালের
তবে কলকাতার মেয়রের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে, নিছক প্রচারের আলোয় থাকার জন্য এ সব মনগড়া দাবি করছেন কলকাতার মেয়র। শুভেন্দুর প্রশ্ন, ‘তাঁর (ফিরহাদ) কাছে কী প্রমাণ আছে?’ বিধানসভার বিরোধী দলনেতার কটাক্ষ, ‘তৃণমূল দলের এ সব কর্মচারীর কথায় গুরুত্ব দেওয়ার কোনও মানে হয় না। সংবাদমাধ্যমের প্রচারে ভেসে থাকার জন্য অনেকে নানা রকম কথা বলেন। তাতে কিছু যায়-আসে না।’ গত জুলাই মাসে মিঠুন ওই দাবি করার পর চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। যদিও তার পর ছ’মাস কেটে গিয়েছে। এক জন বিধায়কও তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাননি।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *