এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে অন্যতম চর্চিত রাজনৈতিক ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তী। এবার তাঁকে নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।

হাইলাইটস
- বহু বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করেছিলেন মিঠুন চক্রবর্তী।
- এবার তিনিই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, দাবি করলেন ফিরহাদ।
- ‘ব্যক্তিগত কারণে বিজেপিতে মিঠুন’, দাবি রাজ্যের মন্ত্রীর।
তবে কলকাতার মেয়রের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে, নিছক প্রচারের আলোয় থাকার জন্য এ সব মনগড়া দাবি করছেন কলকাতার মেয়র। শুভেন্দুর প্রশ্ন, ‘তাঁর (ফিরহাদ) কাছে কী প্রমাণ আছে?’ বিধানসভার বিরোধী দলনেতার কটাক্ষ, ‘তৃণমূল দলের এ সব কর্মচারীর কথায় গুরুত্ব দেওয়ার কোনও মানে হয় না। সংবাদমাধ্যমের প্রচারে ভেসে থাকার জন্য অনেকে নানা রকম কথা বলেন। তাতে কিছু যায়-আসে না।’ গত জুলাই মাসে মিঠুন ওই দাবি করার পর চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। যদিও তার পর ছ’মাস কেটে গিয়েছে। এক জন বিধায়কও তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাননি।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ