বাংলা সিনেমা কাবেরী অন্তর্ধান (Kaberi Antardhan) আজকেই মানে শুক্রবার রাজ্যজুড়ে মুক্তি পেয়েছে। এই সিনেমার পরিচালক কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly) অকপট আড্ডা দিলেন এই সময় ডিজিটালে। শাহরুখের পাঠান সিনেমা নিয়েও মন্তব্য করলেন তিনি। তিনি বলেন, “”রাজনৈতিক ছবি আমি বানাতে পারব না”।