বিগত কয়েক সপ্তাহ ধরে খেলনা বাড়ি (Khelna Bari) ধারাবাহিকের ট্যুইস্ট প্রভাব ফেলেছে টিআরপি তালিকাতে (Bengali Serial TRP List)। নতুন বছরের শুরতেই ধারাবাহিক নজর কেড়েছে সকলের। একের পর এক নতুন মোড় নিচ্ছে এই ধারাবাহিক। গত সপ্তাহেই টিআরপি তালিকার তৃতীয় স্থানে ছিল খেলনা বাড়ি। অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রী ধারাবাহিকের পরেই নিজের জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক।