Kolkata Wedding :’তেরি জিন্দেগি মেরি…’, বাঙালি বিয়েতে হিন্দিতে ‘মন্ত্রোচ্চারণ’! হইচই নেট পাড়ায় – one priest chant hindi film dialogue in a bengali wedding at kolkata


চলছে বিয়ের মরশুম (Wedding Season)। ফেসবুক, ইনস্টাগ্রামের দেওয়ালজুড়ে ভালোবাসার ছবি। কিন্তু, এবার ‘টক অফ দ্য টাউন’ বর বা কনে নন, স্বয়ং পুরোহিত। ‘যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব’-এর বালাই নেই, ঝড়ের গতিতে হিন্দি রোম্যান্টিক সংলাপ বলে বিয়ে দিচ্ছেন পুরোহিত। আর বিয়ের এই ভাইরাল ভিডিয়ো দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কোথায় বসেছিল এই বিয়ের আসর? জানা গিয়েছে, এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এক বিয়ে বাড়িতে পুরোহিত মহাশয় এই ‘মন্ত্রোচ্চারণ’ করেছেন। পাত্র-পাত্রীর হৃদয়ের শুদ্ধিকরণ ঘটিয়ে একে অপরের সঙ্গে ‘বাঁধতে’ ডিজিটাল যুগে রীতিমতো ডায়লগ বলে বিয়ে সারেন তিনি। এই ভিডিয়ো শেয়ার হয়েছে ‘ওয়েডিং ওয়াও’ নামক জেলার একটি সোশাল মিডিয়া পেজ থেকে। অসীম বড়াল নাামক এক ব্যক্তি ভিডিয়োটি শেয়ার করেছেন। এরপর থেকেই এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মন্ত্র উচ্চারণের ফাঁকেই নববধূ এবং বরকে পুরোহিত বলছেন, “ ইওর হার্ট ইজ মাই হার্ট, মাই হার্ট ইজ ইওর হার্ট। মেরি জিন্দেগি, তেরি জিন্দেগি মেরি জিন্দেগি”। আধুনিক পুরোহিতের এই মন্ত্রোচ্চারণ নিয়ে রীতিমতো হাসির রোল নেটপাড়ায়। এমনকী, ছাদনাতলায় উপস্থিত পুরোহিতরাও হেসে গড়াগড়ি খাচ্ছেন। তবে অনেকেই মনে করছেন নিতান্তই মজার ছলে পুরোহিত এই মন্ত্র বলছিলেন।

Child Marriage : চলছিল ভুরিভোজের আয়োজন, হঠাৎ ছাদনাতলায় হাজির পুলিশ! তারপর…
এক নেটিজেন এই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, “২০২৩ সালে ডিজিটাল যুগে এই ধরনের পুরোহিতের প্রয়োজন রয়েছে।” অপর এক নেটিজেন লিখেছেন, “এটাই দেখা বাকি ছিল! বর এবং কনে দু’জনেই অত্যন্ত মজা করছেন তা ভিডিয়োতে হাসি দেখেই স্পষ্ট। কিন্তু, বাংলাতে কি আর কোনও সংলাপ ছিল না! টেনেটুনে হিন্দি ডায়লগ টানতে হল!”

Bangladesh Trending News : যৌতুকের​ লোভে ১৮ বার বিয়ে করে খুন! ‘গুণধর’-কে মৃত্যুদণ্ডের সাজা আদালতের
এদিকে এভাবে বিয়ের আসরে হিন্দিতে সংলাপ বলায় তেতেছেন নেটপাড়ার বাসিন্দাদের একাংশ। এক নেটিজেন বলেন, “বিষয়টি হাসি ঠাট্টার ছলে নিচ্ছেন অনেকেই। কিন্তু, আদতে কি বিষয়টি এতটাই লঘু? বিয়ের মতো একটি অনুষ্ঠানে মন্ত্রোচ্চারণের সময় কি এভাবে ছেলেখেলা করা চলে? হিন্দু মতে বিয়ের আচার-নিয়ম রয়েছে। বহু প্রজন্ম ধরে তা চলে আসছে। যদি তা নিয়ে এভাবে ছেলেখেলা করা হয় আগামী প্রজন্মের জন্য তা অত্যন্ত ভয়াবহ।” সমালোচনা ভেসে এলেও কিন্তু বেশিরভাগ নেটিজেনই এই বিষয়টি মজার জায়গাতেই রাখছেন। যদিও এই পুরোহিত কে? কী তাঁর পরিচয়? এখনও তা স্পষ্ট করে জানা সম্ভব হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *