Malda Medical College : জলপাইগুড়ির ঘটনা থেকে শিক্ষা, অভাবী পরিবারের জন্য শববাহী গাড়ির ব্যবস্থা মালদা হাসপাতালের – malda hospital arranges hearse for poor families


West Bengal News : জলপাইগুড়ি হাসপাতালের ঘটনা থেকে শিক্ষা। দুঃস্থ পরিবারের জন্য নিখরচায় শববাহী শকটের ব্যবস্থা করল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। গত ৫ জানুয়ারি, জলপাইগুড়ি সুপার হাসপাতাল থেকে শববাহী গাড়ি নিজের স্ত্রীর দেহ কাঁধে করে শ্মশানের পথে পাড়ি দিয়েছিলেন স্বামী। এ দৃশ্য দেখে সমালোচনার ঝড় বয়েছিল রাজ্যে। প্রশ্ন উঠেছিল রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা নিয়েও। তবে দৃশ্য বদল ঘটল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College & Hospital)। মায়ের মৃত্যুর পর মোথাবাড়ির বাসিন্দা মাহিরাব হকের জন্য শববাহী গাড়ির ব্যবস্থা করা হল হাসপাতালের তরফে। অভাবের সংসার। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মায়ের মৃত্যুর পর মৃতদেহ কী ভাবে বাড়ি নিয়ে যাবেন সে নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন মোথাবাড়ির কুরিয়াটাইড়ের বাসিন্দা মাহিরাব হক। অবশেষে, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি পুরঞ্জয় সাহা। মাহিরাব জানিয়েছেন, এমএসভিপির সহযোগিতায় শববাহী গাড়ি তাঁরা নিখরচায় পেয়েছেন এবং রাতেই মায়ের মৃতদেহ বাড়ি নিয়ে যেতে পেরেছেন।

Jalpaiguri News : জলপাইগুড়িতে মৃতদেহ কাঁধে নেওয়ার ঘটনায় জামিন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তার
মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২২ দিন আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন মোথাবাড়ির কুরিয়াটাইড়ের বাসিন্দা রেজিনা বেওয়া (৮৫)। সে সময় থেকে ওই বৃদ্ধা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন। দিন কয়েক আগে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে চিকিৎসা চালাকালীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। এরপর রাতের বেলায় শববাহী গাড়ি করে নিজের মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য শববাহী গাড়ি খুঁজতে শুরু করেন। তবে দুশ্চিন্তাও ছিল মনে। কারণ সেই পরিমাণ অর্থ ছিল না তাঁর কাছে। হাসপাতালের চত্বরেই শববাহী গাড়ির জন্য তিনি খোঁজখবর করা শুরু করেন। এরপরেই বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন হাসপাতালের এমএসভিপি পুরঞ্জয় সাহা। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শববাহী গাড়ির ব্যবস্থা করে দেন তাঁর মাকে নিয়ে যাওয়ার জন্য। হাসপাতালের তরফে শববাহী গাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য নিশ্চিন্ত হন মাহিরাব হক।

TMC : কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জের, যুব তৃণমূল সভাপতির উপর ধারাল অস্ত্রের কোপ
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Jalpaiguri Super Specialty Hospital) ভর্তি হয়েছিলেন জেলার ক্রানি ব্লকের বাসিন্দা লক্ষীরানি দেওয়ান। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, দেহ নিয়ে যাওয়ার জন্য তিন হাজার টাকা চায় অ্যাম্বুলেন্স (Ambulance)। কিন্তু আসল ভাড়া নাকি ১০০০ টাকা। টাকা দেওয়ার সামর্থ্য ছিল না তাঁদের। তাই কাঁধে করেই মৃতদেহ নিয়ে শ্মশানযাত্রা করে পরিবার। এই ঘটনার পরেই শুরু হয় রাজ্য জুড়ে সমালোচনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *