Nadia News : সদ্যোজাত শিশুকন্যাকে অন্যের হাতে তুল দিল বাবা-মা! নদিয়ার ঘটনায় চাঞ্চল্য – parents gave newly born baby child to another couple in nadia ranaghat area


West Bengal News: নদিয়ায় সদ্যোজাত কন্যা সন্তানকে অন্য দম্পতির হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা-মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য নদিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছেন। নদিয়া জেলার রাণাঘাট থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সংসারে রয়েছে অভাব অনটন, তাই সাতদিনের সদ্যোজাত কন্যা সন্তানকে মানুষ করতে পারবেন না, সেই কারণে ওই শিশুকে অন্য দম্পতির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাবা-মা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে সদ্যোজাত কন্যা সন্তানকে উদ্ধার করল নদিয়া চাইল্ড লাইনের কর্মীরা। সূত্রের খবর দিন কয়েক আগে নদীয়ার হাঁসখালি থানা এলাকার বাসিন্দা রঘুনাথ সরকার রানাঘাট থানার তারাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা তাপস বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। সাতদিনের কন্যা সন্তানকে তাপস ও তাঁর স্ত্রীয়ের হাতে তুলে দেয় রঘুনাথ।

West Bengal Trending News: যত কাণ্ড ময়নায়, এবার কিশোরের প্রেমে ঘর ছাড়লেন দুই সন্তানের মা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সদ্যোজাতকে অন্য দম্পতির হাতে তুলে দেওয়ার গোপন খবর নদিয়া চাইল্ড লাইনের কাছে আসে। শুক্রবার নদিয়া চাইড লাইনের কর্মীরা রানাঘাট থানার সঙ্গে যোগাযোগ করে। এরপর পুলিশকে সঙ্গে নিয়ে তারাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা তাপস বিশ্বাসের বাড়িতে হানা দেয়। তাপস বিশ্বাসের কথা কন্যা সন্তান দত্তক নেওয়ার বৈধ নথিপত্র দেখতে চাওয়া হয়। বৈধ কাগজপত্র না দেখাতে পারলে ওই সদ্যোজাত শিশুকন্যাকে উদ্ধার করে চাইল্ড লাইনের কর্মীরা। এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল পরীক্ষা করানো হয়। সদ্যোজাত শিশু কন্যাকে অন্য কারও হাতে তুলে দেওয়ার পিছনে কোনও আর্থিক লেনদেন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Bangladesh Latest News: ২২ বছরের ছোট স্বামীর হাতে খুন ৫০ বছরের মহিলা, কান্নায় আকুল সন্তানরা
নদিয়া জেলা চাইল্ড লাইন সূত্রের খবর এখন ওই সদ্যোজাত শিশুকন্যাকে হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে। কীভাবে রঘুনাথের থেকে কন্যা সন্তান তাপস বিশ্বাস নামে ওই ব্যক্তির কাছে গেল, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত রঘুনাথ জানিয়েছে, সংসারে আর্থিক অনটনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া তাঁর কাছে আর অন্য কোনও উপায় ছিল না।

Nadia News : Whatsapp-এ অন্য ছেলের সঙ্গে ছবি প্রেমিকার, অভিমানে আত্মঘাতী শান্তিপুরের যুবক?
তাপস বিশ্বাসের শাশুড়ি কল্পনা বিশ্বাস এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘আমার মেয়ে জামাইয়ের কোনও সন্তান নেই। সেই কারণে আমার জামাই ওই শিশুটিকে নিয়ে এসেছিল ছ’দিন আগে। আজ বাড়িতে পুলিশ এসে তাঁকে নিয়ে গিয়েছে। শিশুটির বাবা-মা স্বইচ্ছায় জামাইয়ের হাতে তুলে দিয়েছিল। আইনতভাবে নিয়েছিল কিনা, সেটা আমি জানি না।’ ঘটনা প্রসঙ্গে বলেন তাপস বিশ্বাস বলেন, ‘রঘুনাথ আমার পরিচিতি। ওঁক তিন-চারটে সন্তান রয়েছে। আর্থিক অনটনের কারণে এই শিশুটিকে মানুষ করতে পারবে না বলে আমাকে নিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। আমার সন্তান নেই বলেই আমি বাড়িতে নিয়ে এসেছি। টাকা পয়সার কোনও লেনদেন হয়নি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *