Nayna Banerjee : ‘আমরা ভীত নই…’, হুগলির তৃণমূল নেতার বাড়িতে ইডির হানা নিয়ে মন্তব্য নয়নার – nayana banerjee commented on central govt for ed raid at tmc leader shantanu banerjee house


ED : কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে সরব তৃণমূল বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়। হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) বাড়িতে ইডির আধিকারিকদের তল্লাশির ঘটনায় কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুললেন চৌরঙ্গীর বিধায়িকা। তাঁর কথায়, “সংস্থা দিয়ে এই সব করার চেষ্টা করছে। আমরা ভীত নই, আমরা মানুষের কাছে মাথা নত করব, অন্য কারও কাছে মাথা নত করব না।” শুক্রবার তারকেশ্বরের (Tarakeswar) মোজপুর শ্মশান কালি মন্দিরে পুজো দিয়ে ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kawach) কর্মসূচি শুরু করেন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় (Nayna Banerjee)। পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। বেশ কয়েকজনের সঙ্গে মজার ছলে কথা বলতে দেখা যায় বিধায়ককে তার নাকের সাথে গ্রামবাসীর এক ব্যক্তির নাকের মিল খুঁজে পান বিধায়ক নয়না বন্দোপাধ্যায়।

Kuntal Ghosh : নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের ফ্ল্যাটে তল্লাশি, বলাগড়ে শান্তনুর বাড়িতে ED
তারকেশ্বর বিধানসভার আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে দিদির দূত হিসাবে যাবেন সাধরণ মানুষের সঙ্গে কথা বলতে। তবে তারকেশ্বর বিধানসভায় এতদিন এলাকার বিধায়ক রামেন্দু সিংরায় ‘দিদির দূত‘ (Didir Doot) হিসাবে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই কর্মসূচি পালন করছিলেন,এই প্রথম তারকেশ্বর বিধান সভায় দিদির দূত হিসাবে এলেন অন্য বিধান সভার বিধায়ক। সাংবাদিক দের মুখোমুখি হয়ে হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডির তল্লাশি প্রসঙ্গে বলেন, “সংস্থা দিয়ে এই সব করার চেষ্টা করছে আমরা ভীত নই, আমরা মানুষের কাছে মাথা নত করব, অন্য কারও কাছে মাথা নত করব না।” সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইডি, সিবিআইয়ের হানায় মানুষের মনের কতটা প্রভাব পড়বে ? প্রশ্নের উত্তরে নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, ” কে প্রভাব ফেলতে পেরেছে আজ পযন্ত ? সাধরণ মানুষ জানেন শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা।”

Didir Suraksha Kawach : ‘হাসপাতালে পরিষেবা মেলে না…’, ফের একবার বিক্ষোভের মুখে ‘দিদির দূত’ তৃণমূল বিধায়ক নেপাল
প্রসঙ্গত, শুক্রবার সকালে হুগলির বলাগড়ে তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) বাড়িতে হানা দেয় ইডি। তাঁর বাড়ি বলাগড়ের বারুইপাড়া গ্রামে। এদিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সকাল দশটা নাগাদ চারটি গাড়িতে করে ১২ জন ইডি আধিকারিক যান। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী (CRPF)। জানা গিয়েছে, সেই সময় শান্তনু বন্দ্যোপাধ্যায় বাড়িতেই ছিলেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board Of Primary Education) অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডল কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে সঙ্গে তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামও নিয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *