Raigunge News : জমি হাতানোর জন্য নিজের মাকে অত্যাচার! তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে শোরগোল – allegation against karandighi tmc leader for torture his mother and capturing her land at uttar dinajpur


West Bengal News : জমি হাতিয়ে নেওয়ার জন্য নিজের মা’কে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করার পাশাপাশি মারধর করার অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার এক তৃণমূল (Trinamool Congress) অঞ্চল সভাপতির বিরুদ্ধে। অভিযোগটি উঠেছে রুস্তম আলি নামের এক তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে। উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার করনদিঘী ব্লকের লাহুতারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাবধান এলাকার মেহেন্দাবাড়ি গ্রামের বাসিন্দা রুস্তম আলি।

Purba Medinipur News : নাবালিকাকে ধর্ষণ, ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল! অভিযুক্ত TMCP নেতা
রুস্তম আলি করনদিঘি ব্লকের লাহুতারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। বাবা মোগবুল হাজি বেশ কয়েক বছর আগে মারা যাওয়ার পর থেকেই তার মা ফুজলাতুন বেওয়ার নামে থাকা জমি হাতিয়ে নেওয়ার জন্য মা’কে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করার পাশাপাশি মাকে মারধর করত বলেও অভিযোগ উঠেছে রুস্তমের বিরুদ্ধে।

Uttar Dinajpur : হাটের দখল নিয়ে বোমা-গুলির লড়াই, উত্তপ্ত ইসলামপুর
এমনকি জমিটি হাতিয়ে নিয়ে রুস্তম তার মা’কে বাড়ি থেকে বের করে দেয় বলেও অভিযোগ। নিজের বাড়ি থেকেই সন্তানের কাছে অত্যাচারিত হয়ে মা ফুজলাতুন বেওয়া পাশের গ্রাম মাছমারিতে তার মেজো মেয়ে মানুয়ারা বিবির কাছে গিয়ে থাকেন। প্রায় আড়াই বছর ধরে ওই মেয়ের কাছেই থাকছেন মা ফুজলাতুন বেওয়া। এই বিষয়ে রুস্তমের মা ফুজলাতুন বেওয়া জানিয়েছেন, “ছেলে রুস্তম আলি আমাকে খেতে দিত না, মারধর করত জমির মালিকানা লিখিয়ে নেওয়ার জন্য। আমাকে মারধরের বিষয়টি স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে করনদিঘি থানায় (Karandighi Police Station) জানিয়েছি। ছেলের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছি। আমি করনদিঘী থানায় অনেকবার দরবার করার পরেও কোনও সুরাহা হয়নি। আমি ছেলের উপযুক্ত শাস্তি চাই, আর আমি যেন আমার স্বামীর ভিটেয় ফিরে গিয়ে ভালোভাবে থাকতে পারি সেটার জন্যই সবার কাছে অনুরোধ করছি।”

Dear Lottery : ৩০ টাকাতেই ভাগ্য বদল রাজমিস্ত্রির, কোটি টাকার লটারি জয় রায়গঞ্জের মিঠুর
ফুজলাতুন বেওয়ার মেজো মেয়ে মানুয়ারা বিবি জানিয়েছেন, “আমার ভাই রুস্তম আলি জমির জন্য মাকে মারধর করত। পরে মা’র কাছ থেকে জমি হাতিয়ে নিয়ে মা’কে বাড়ি থেকে বের করে দেয় ভাই। এর জন্য আমি ভাইয়ের শাস্তির দাবী করছি।” এদিকে এই অমানবিক অভিযোগ যে ছেলে বা তৃনমুল কংগ্রেসের অঞ্চল সভাপতি রুস্তম আলির বিরুদ্ধে, তিনি নিজে জানিয়েছেন, “আমার উপরে যে অভিযোগ উঠেছে পুরোটাই ভিত্তিহীন। আমি মা’কে মারধর করে বের করিনি। বাবা ও মা দুজনে মিলে বোনদের নামে জমি লিখে দিয়েছেন। আমি আর আমার ছেলে মাকে অনেকবার আনতে গিয়েছিলাম। কিন্তু মা আমার সঙ্গে আসেননি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *