২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) বহু প্রতীক্ষিত ছবি পাঠান। ২০১৮ সালের ডিসেম্বরে জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর পর্দা থেকে ব্রেক নিয়েছিলেন কিং খান (KIng Khan)। চার বছরের অপেক্ষা শেষে ভক্তদের কাছে ফিরছেন বাদশাহ। অন্য কোনও অভিনেতা হলে, প্রচারের কোনও সুযোগ হাতছাড়া করতেন না। কিন্তু কিং খানের ব্যাপারই আলাদা। আর তাই তো ছবি রিলিজের আগেও মিডিয়ার নজর থেকে দূরেই থাকলেন। অনন্ত আম্বানির এনগেজমেন্ট সেরিমনিতে গৌরী খান এবং আরিয়ান খান রেড কার্পেটে ক্যামেরার সামনে দাঁড়ালেও কিং খানে কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন। দেখুন সেই ভিডিয়ো (Bengali Video)।