শুক্রবার বালুরঘাট শহরের সৃজনী সংঘ এলাকায় পরীক্ষা পে চর্চার (Pariksha Pe Charcha) মাধ্যমে শিল্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে একশোরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখার্জি, বালুরঘাটের লেখক তথা বিশিষ্ট সাহিত্যিক মৃণাল চক্রবর্তী, তপনের বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য বিশিষ্টজনরা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংসদ বলেন, “দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি দেশের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে। আমি আমার সংসদীয় এলাকাতেও এই কর্মসূচি শুরু করলাম। মূলত পরীক্ষার আগে পরীক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ কমাতে এইরকম কর্মসূচির আয়োজন করা হয়েছে। আর চিত্রাঙ্কণ এমন একটি বিষয় যার ফলে পড়ুয়াদের মানসিক চাপ অনেকটাই কমে যায়।”
এই প্রসঙ্গে এক পড়ুয়া বেদান্তিকা মজুমদার জানান, “খুবই ভালো লাগছে এমন একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে। পরীক্ষার আগে অনেকটা সময়ই পড়াশোনার পিছনে ব্যয় করতে হয়। সেই জায়গায় চিত্রাঙ্কন মন প্রসন্ন রাখার কাজ করে।” অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখার্জি এই কর্মসূচির জন্য বালুরঘাটের সাংসদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) উদ্যোগে আয়োজিত পরীক্ষা পে চর্চার (Pariksha Pe Charcha) জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে। অনলাইনে নাম নথিভক্ত করতে পারেন পড়ুয়ারা। ওই ওয়েবসাইটে বলা হয়েছে- এটা পরীক্ষা নিয়ে পড়ুয়াদের চাপ কাটাতে বিশেষ কার্যকরী ভূমিকা নেয়। এই প্রক্রিয়া একজন পড়ুয়াকে সেরা হতে অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী মোদী পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক, শিক্ষকদের সঙ্গেও কথা বলেন। তিনি পরীক্ষার্থীদের স্বপ্ন ও লক্ষ্য পুরণে সহায়তা করতে সাহায্যের হাত বাড়িয়ে দেন।