Sukanta Majumdar : পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ, বালুরঘাটে ‘পরীক্ষা পে চর্চা’ চালু সুকান্তর – balurghat mp sukanta majumdar started pariksha pe charcha program at balurghat town


West Bengal News : একাধারে তিনি রাজ্য BJP-র সভাপতি (BJP State President)। সেইসঙ্গে বালুরঘাট (Balurghat) কেন্দ্রের সাংসদও। সেই হিসেবে বলতে গেলে, নিজের কেন্দ্রের বাসিন্দাদের সুখ দুঃখ, ভালো মন্দ, নানান পরিষেবার দায়িত্বও তাঁর ওপরেই বর্তায়। এহেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) নিজের ঠাসা দলীয় কর্মসূচি থেকে কিছুটা সময় বের করে নিজের সংসদীয় কেন্দ্রের পড়ুয়াদের জন্য এক বিশেষ পরিষেবার উদ্যোগ গ্রহন করলেন। সামনেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও অন্যান্য অনেক পরীক্ষা রয়েছে। পরীক্ষার আগে স্বভাবতই সকল পরীক্ষার্থীর উপর বাড়তি চাপ থাকে। আর এই বাড়তি চাপের জন্য পরীক্ষার্থীরা নানা রকম সমস্যার সম্মুখীন হন। তাই এইসব পরীক্ষার্থীদের পরীক্ষার আগে চাপ কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন বালুরঘাটের (Balurghat) সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

Dakshin Dinajpur : বালুরঘাটের ক্লাবের গণবিবাহের উদ্যোগ, কুর্নিশ সাধারণ মানুষের
শুক্রবার বালুরঘাট শহরের সৃজনী সংঘ এলাকায় পরীক্ষা পে চর্চার (Pariksha Pe Charcha) মাধ্যমে শিল্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে একশোরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখার্জি, বালুরঘাটের লেখক তথা বিশিষ্ট সাহিত্যিক মৃণাল চক্রবর্তী, তপনের বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য বিশিষ্টজনরা।

WB Madhyamik Exam 2023: প্রশ্নফাঁস রুখতে কড়াকড়ি, বালুরঘাটে বৈঠক সারলেন পর্ষদ সভাপতি
এদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংসদ বলেন, “দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি দেশের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে। আমি আমার সংসদীয় এলাকাতেও এই কর্মসূচি শুরু করলাম। মূলত পরীক্ষার আগে পরীক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ কমাতে এইরকম কর্মসূচির আয়োজন করা হয়েছে। আর চিত্রাঙ্কণ এমন একটি বিষয় যার ফলে পড়ুয়াদের মানসিক চাপ অনেকটাই কমে যায়।”

Haldia Port : হলদিয়া বন্দরের নাম সতীশচন্দ্র সামন্তের নামে করার প্রস্তাব, আবেদন কেন্দ্রীয় মন্ত্রীর
এই প্রসঙ্গে এক পড়ুয়া বেদান্তিকা মজুমদার জানান, “খুবই ভালো লাগছে এমন একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে। পরীক্ষার আগে অনেকটা সময়ই পড়াশোনার পিছনে ব্যয় করতে হয়। সেই জায়গায় চিত্রাঙ্কন মন প্রসন্ন রাখার কাজ করে।” অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখার্জি এই কর্মসূচির জন্য বালুরঘাটের সাংসদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) উদ্যোগে আয়োজিত পরীক্ষা পে চর্চার (Pariksha Pe Charcha) জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে। অনলাইনে নাম নথিভক্ত করতে পারেন পড়ুয়ারা। ওই ওয়েবসাইটে বলা হয়েছে- এটা পরীক্ষা নিয়ে পড়ুয়াদের চাপ কাটাতে বিশেষ কার্যকরী ভূমিকা নেয়। এই প্রক্রিয়া একজন পড়ুয়াকে সেরা হতে অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী মোদী পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক, শিক্ষকদের সঙ্গেও কথা বলেন। তিনি পরীক্ষার্থীদের স্বপ্ন ও লক্ষ্য পুরণে সহায়তা করতে সাহায্যের হাত বাড়িয়ে দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *