বোমা ও গুলির শব্দে আতঙ্কে ক্রেতা বিক্রেতার মধ্যে হুলুস্থুল পড়ে যায়। প্রাণ বাঁচাতে হাটে দৌড়াদৌড়ি শুরু করে দেন তারা। তা সত্ত্বেও বোমার আঘাতে (Bomb Blast) তিনজন ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। তাদের তড়িঘড়ি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে (Islampur Hospital) ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানা (Islampur Police Station) বিশাল পুলিশ বাহিনী। হাসপাতালে শুয়েই আহত ব্যবসায়ী আখতার রেজা জানান, “এদিন সকালে রোজ যেমন হাট ছলে তেমনই চলছিল। হঠাৎ দেখি সারা হাট জুড়ে দৌড়াদৌড়ি পড়ে গিয়েছে। যে যেদিকে পাচ্ছে ছুটে পালাচ্ছে। সম্বিত ফিরতেই বুঝতে পারলাম গুলি চলছে। তখন আমিও প্রাণ বাঁচাতে পালাতে যাই। ঠিক তখনই আমার পাশে একটি বোমা এসে পড়ে ও বিস্ফোরণ হয়। তারপর জ্ঞান ফিরতে দেখি হাসপাতালে রয়েছি।”
এদিন অনেকেই হাটে কাজে গিয়েছিলেন। সেই সময় দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে যান তারা। বোমার আঘাতে গুরুতর জখম হন ৩ ব্যবসায়ী। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় তৃণমূল (Tmc) নেতৃত্বের দুই গোষ্ঠীর মধ্যে এই গন্ডগোলের ঘটনা ঘটেছে। এলাকায় শান্তি বজায় রাখতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন গ্রামবাসীরাও। ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে (Islampur Hospital) ছুটে আসে ইসলামপুর থানার (Islampur Police Station) পুলিশ। এই ঘটনার তদন্তও শুরু করেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবারই জেলার ডালখোলা (Dalkhola) এলাকায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে গুরুতর জখম হয় ৩ শিশু। বর্তমানে ৩ জনেই গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা।