আকাশ দীপের দুই ইনিংসে ১০ উইকেট, হরিয়ানাকে হেলায় হারিয়ে নক আউটে বাংলা । Ranji Trophy 2022-23 Bengal beat Haryana by one innings and 50 runs also qualify for the knock out


জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ১১২ রান দিয়ে দুই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট। ঘাসে ভরা বাইশ গজে আকাশ দীপের (Akash Deep) আগুনে জোরে বোলিং। ফলে অতি সহজেই ভারতের সবচেয়ে কঠিন ভেন্যুতে সাত পয়েন্ট নিয়ে জয় পেল বাংলা (Bengal)। বিপক্ষের তৈরি করা বাউন্সি পিচকে কাজে লাগিয়ে বঙ্গ পেস ত্রয়ীর আগুনে পারফরম্যান্স। বাংলা যে ম্যাচটা দাপটের সঙ্গে জিতবে, সেটা আগাম বোঝা গিয়েছিল। অপেক্ষা ছিল শুধু সঠিক সময়ের। চতুর্থ দিন মাত্র ৪৫ মিনিটে গুটিয়ে গেল হরিয়ানার (Haryana) দ্বিতীয় ইনিংস। ফলে বিপক্ষকে এক ইনিংস ও ৫০ রানে হারিয়ে চলতি রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) কোয়ার্টার ফাইনালে চলে গেল বঙ্গ ব্রিগেড।   

হাতের তালুর মতো চেনা লাহলির চৌধুরী বংশী লাল স্টেডিয়ামে (Chaudhry Bansi Lal Cricket Stadium) যে এভাবে হরিয়ানার কাছে বুমেরাং হবে কে জানত! প্রথমে বোলাররা ঘাসে ভরা বাইশ গজের ফায়দা তুলতে ব্যর্থ হল। এরপর বড় রান চেজ করতে নেমে দুই ইনিংসেই প্রবল ব্যাটিং ভরাডুবির মুখে হরিয়ানা। সৌজন্যে বাংলার দাপুটে জোরে বোলিং। প্রথম ইনিংসের মতো এবারও বাইশ গজে আগুন ঝারালেন আকাশ দীপ। আর তাঁকে যোগ্য সঙ্গত দিলেন বাকি দুই পেসার মুকেশ কুমার (Mukesh Kumar) ও ঈশান পোড়েল (Ishan Porel)। ফলে ঘরের মাঠে হারের মুখ দেখল হরিয়ানা।  

অনুষ্টুপ মজুমদারের (Anustup Majumdar) ২৪৫ বলে ১৪৫ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ৪১৯ রান তোলে বাংলা। জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানার প্রথম ইনিংস মাত্র ১৬৩ রানে শেষ হয়ে যায়। আকাশ ৬১ রানে ৫ উইকেট নিয়েছিলেন। ফলে ২৫৬ রানে এগিয়ে থাকার সুবাদে বিপক্ষকে ফলো অন করান অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ও কোচ লক্ষ্মী রতন শুক্লা (Laxmi Ratan Shukla)। 

আরও পড়ুন: Lionel Messi vs Cristiano Ronaldo, Saudi All Star XI vs PSG: জোড়া গোল করলেও মেসির কাছে হারলেন রোনাল্ডো, পিএসজি-র কাছে ৫-৪ গোলে হারল সৌদি অলস্টার

তবে তৃতীয় দিন সকালে বঙ্গ পেসারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দুই ওপেনার যুবরাজ সিং ও চৈতন্য বিষ্ণোই। প্রথম উইকেটে দু’জন তুলে দেন ১২৯ রান। তবে ফের একবার মোক্ষম সময় জ্বলে ওঠেন আকাশ। ৫৫ রানে ব্যাট করা চৈতন্য ফিরিয়ে বিপক্ষকে প্রথম ধাক্কা দেন। ৭৮ রানে মুকেশের বলে ফিরে যান যুবরাজ। এরপর হরিয়ানার আর কোনও ব্যাটার। শেষ ৪৮ রানে ৭ উইকেট তুলে নেয় বাংলা। তিন পেসারের দাপটে ৭৯ রানে এগিয়ে ছিল বঙ্গ ব্রিগেড। বিপক্ষের হাতে ছিল তিন উইকেট। ফলে বাংলা যে সাত পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামবে সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।

দুই ইনিংসে মোট দশ উইকেট নিয়ে ম্যাচের সেরা আকাশদীপ। ছবি: সিএবি মিডিয়া

আরও পড়ুন: Amitabh Bachchan: মেসি-রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে ‘বিগ বি’! রিয়াধের মাঠে চাঁদের হাট! ভিডিয়ো ভাইরাল

আর তাই হল। এদিন মাত্র ৪৫ মিনিটে হরিয়ানার বাকি তিন উইকেট তুলে নিল বাংলা। প্রথম ইনিংসে আগুনে জোরে বোলিং করার পর দ্বিতীয় ইনিংসে আকাশ নিলেন ৫১ রানে ৫ উইকেট। মুকেশের ঝুলিতে এল ৬২ রানে ৩ উইকেট। ঈশান নিলেন ৪২ রানে ২ উইকেট। 

এই মুহূর্তে এ গ্রুপে ৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছ গেল বাংলা। সঙ্গে রয়েছে চারটি জয় ও দুটি ড্র। এই ম্যাচ জেতার সুবাদে নক আউটে চলে গেল মনোজ তিওয়ারির দল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *