আইএসএফ-পুলিস সংঘর্ষে রণক্ষেত্র ধর্মতলা, নওশাদ সিদ্দিকি-সহ ১৭ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্মতলায় আইএসএফের সঙ্গে পুলিসের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আইএসএফ নেতা ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর সঙ্গেই গ্রেফতার করা হয়েছে আইএসএফের আরও ১৬ নেতা-কর্মীকে। জয়েন্ট সিপি হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার জানিয়েছেন, গোটা ঘটনায় নওশাদ সিদ্দিকি-সহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। 

লালবাজার সূত্রে খবর ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। সরকারি সম্পত্তি ধ্বংস, গন্ডেগোল পাকানো, পুলিসের উপরে হামলার ধারা দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে খুনের চেষ্টার অভিযোগেও মামলা রুজু করেছে পুলিস।

আরও পড়ুন-বন্ধুকে বিশ্বাস করে ম্য়ানেজার বানিয়ে ছিলেন! পরিণামে ভয়ংকর প্রতারিত ভারতীয় পেসার

পুলিসের অভিযোগ, ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে যেখানে আইএসএফের জমায়েত হয়েছিল সেখান থেকে পুলিসের উপরে হামলা চালানো হয়।
ধর্মতলায় আইএসএফ কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ১৯ পুলিস কর্মী। তাদের দেখতে এসএসকেএম হাসপাতালে যান পুলিস কমিশনার বিনীত গোয়েল। ওই সংঘর্ষে আহত হয়েছেন ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার, ওসি বউবাজার দেবজিত্ ভট্টাচার্য, অ্যডিশনা ওসি বউবাজার সমরেন্দ্র চক্রবর্তী, এসআই বউবাজার জগদীশ মুখোপাধ্যায়, সার্জেন্ট মিজানুর রহমান। এনিয়ে কমিশনার বলেন, আমাদের অনেক পুলিসকর্মীর আঘাত গুরুতর। তাঁদের প্রাথমিক চিকিত্সা হচ্ছে। তারপরে চিকিত্সকরা যেরকম সিদ্ধান্ত নেবেন তেমনটাই হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *