Chitpur Bridge : নয়া রূপে চিৎপুর ব্রিজ তৈরির সিদ্ধান্ত, আগামী মাস থেকেই শুরু কাজ – kmda will newly rebuild chitpur bridge work will start from next month


West Bengal Local News: শহরবাসীর জন্য সুখবর। উত্তর কলকাতার সঙ্গে শহরতলি সংযোগকারী আরও একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের। উত্তর কলকাতার চিৎপুর ব্রিজ ভেঙে নতুন করে তৈরি করা হবে বলে জানা গিয়েছে। KMDA সূত্রে জানা গিয়েছে, আগামী মাস থেকেই চিৎপুর ব্রিজ ভেঙে ফেলার কাজ শুরু করা হবে। তবে সেতুর নীচে বসবাসকারী পরিবারগুলিকে নিয়ে খানিক বেগ পেতে হচ্ছিল। আলোচনার মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে বলে জানা গিয়েছে। দীর্ঘদি ধরে কাজ চলার পর ২০২২ সালের দুর্গাপুজোর আগে জনসাধারণের জন্য টালা ব্রিজ চালু করে দেওয়া হয়েছিল। নব নির্মিত টালা ব্রিজের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টালা ব্রিজের থেকে থেকে চিৎপুর ব্রিজের বয়স বেশি বলে জানা গিয়েছে। টালা ব্রিজ বন্ধ থাকার কারণে এই চিৎপুর ব্রিজের কাজে শুরু করা সম্ভব হচ্ছিল না। এখন আর সেই পথে কোনও বাধা নেই।

Mamata Banerjee : সড়ক পথে জুড়ছে উত্তরবঙ্গ-বাংলাদেশ-ভুটান, পর্যটন শীর্ষে পৌঁছনোর আশা মুখ্যমন্ত্রীর
ব্রিটিশ আমলে ১৯৩৪ সালে চিৎপুর সেতু তৈরি করা হয়েছিল। মহানগরের প্রাচীন ও গুরুত্বপূর্ণ সেতুগুলির মধ্যে চিৎপুর ব্রিজ অন্যতম। ২০১৯ সালে টালা ব্রিজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই এই ব্রিজের ওপর যানবাহনের চাপ অনেকটাই বেড়ে যায়। টালা ব্রিজ তৈরির সময়ই একাধিকবার চিৎপুর ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করেছিল KMDA। তখনই এই ব্রিজ নতুন করে তৈরি সিদ্ধান্ত নেওয়া হয়।

West Bengal Weather : তাপমাত্রা কমে শীতের ‘টেস্ট ম্যাচ’ জারি, উপকূলবর্তী ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
KMDA সূত্রে খবর, ইতিমধ্যেই সেতুর নীচে বসবাসকারী পরিবারগুলির পুনর্বাসনের বন্দোবস্ত করা হয়েছে। পুনর্বাসনের জন্য মূলত দুটি জায়গা চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে রেলের কাছ থেকে জমি চাওয়া হতে পারে বলে জানা গিয়েছে। সেতু ভাঙার কাজ কবে থেকে শুরু হবে? KMDA সূত্রে জানা গিয়েছে, আগামী মাস থেকে ব্রিজ ভাঙার কাজ শুরু করতে চাইছে তারা। তবে সেক্ষেত্রে যানচলাচল ও অন্যান্য বিষয় গুলি সঠিকভাবে পরিচালনা করার বিষয়ও রয়েছে। সেই কারণে খুব দ্রুত কলকাতা পুরসভা, কলকাত পুলিশ ও রেলের সঙ্গে বৈঠক করবেন KMDA আধিকারিকরা। সেখানে ব্রিজ ভাঙার কাজ কবে থেকে শুরু হবে, সেই নিয়ে আলোচনা করা হবে।

Tala Bridge : দীর্ঘ প্রতীক্ষা শেষে টালা ব্রিজের উদ্বোধন, সেতুর কী নাম থাকছে?
গতবছর দুর্গাপুজোর আগে টালা ব্রিজের উদ্বোধন হয়েছিল। ২০১৯ সালে স্বাস্থ্যপরীক্ষা পাশ করতে না পারার কারণে টালা ব্রিজ বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। মোটা ৪৬৫ কোটি টাকা খরচে এই ব্রিজ তৈরি করা হয়েছে। মোট ১৫০০ শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে টালা ব্রিজ তৈরি করেন। টালা ব্রিজ খুলে যাওয়ার ফলে শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগ অনেকটাই সহজ হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *